Advertisement
E-Paper

অভিযোগকারী মহিলার সঙ্গে সমাজমাধ্যমে পরিচয়, পাঁচ বছরের সম্পর্ক, পুলিশকে জানালেন যশ, পাল্টা চুরির অভিযোগ আরসিবি পেসারের

মহিলার বিরুদ্ধে আইফোন এবং ল্যাপটপ চুরির অভিযোগ করেছেন যশ। আরও অভিযোগ, ওই মহিলা চিকিৎসার জন্য তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন। শোধ করেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ২০:০১
RCB pacer Yash Dayal

আরসিবি-র জোরে বোলার যশ দয়াল। —ফাইল চিত্র

আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়াল এ বার পাল্টা আইনি পদক্ষেপ করলেন। তাঁর বিরুদ্ধে গাজিয়াবাদের এক মহিলা বিয়ের নামে যৌন নির্যাতনের অভিযোগে এফআইআর করেছিলেন। যশ এ বার প্রয়াগরাজ পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন। ওই মহিলার বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানিয়েছেন তিনি।

২৭ বছর বয়সি এই জোরে বোলার খুলদাবাদ থানায় মহিলার বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছেন। মহিলার বিরুদ্ধে আইফোন এবং ল্যাপটপ চুরির অভিযোগ করেছেন যশ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, ওই মহিলা নিজের এবং তাঁর পরিবারের চিকিৎসার জন্য তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন। শোধ করার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা করেননি।

এমনকি যশের আরও দাবি, কেনাকাটার নাম করেও ওই মহিলা তাঁর কাছ থেকে টাকা ধার করেছিলেন। ক্রিকেটারের দাবি, এই অভিযোগের সমর্থনে তাঁর কাছে প্রমাণ রয়েছে। তিন পৃষ্ঠার অভিযোগে যশ ওই মহিলা ছাড়াও তাঁর পরিবারের দুই সদস্য এবং আরও কয়েক জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও করেছেন।

প্রয়াগরাজ পুলিশকে যশ জানিয়েছেন যে, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে ওই মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাঁরা একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু করেন। পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল।

এক পুলিশকর্তা জানিয়েছেন, রবিবার ইন্দিরাপুরম থানায় যশের বিরুদ্ধে বিএনএস ধারা ৬৯ (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌন মিলন) এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। ওই মহিলা গত ২১শে জুন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আইজিআরএস (ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম) এর মাধ্যমে অভিযোগ করেন। তার পরেই এই পদক্ষেপ করা হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy