Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Asia Cup 2023

বাংলাদেশকে হারালেই দুই বিশ্বজয়ী অধিনায়ককে ছোঁবেন রোহিত, কাদের কীর্তি স্পর্শ করবেন তিনি?

বাংলাদেশকে হারাতে পারলে অধিনায়ক হিসাবে নতুন নজির গড়বেন রোহিত। স্পর্শ করবেন দু’দেশের দুই প্রাক্তন অধিনায়ককে। ফাইনালেও জিতলে গড়বেন নতুন রেকর্ড।

picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৭
Share: Save:

দু’দেশের দুই প্রাক্তন অধিনায়কের নজির স্পর্শ করতে পারেন রোহিত শর্মা। শুক্রবার বাংলাদেশকে হারাতে পারলেই নজির গড়বেন ভারতীয় দলের অধিনায়ক।

এশিয়া কাপের এক দিনের ফরম্যাটে অধিনায়ক হিসাবে এখনও একটিও ম্যাচ হারেননি রোহিত। ন’টি ম্যাচে নেতৃত্ব দিয়ে আটটিতেই জয় পেয়েছেন তিনি। এ বারের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। শুক্রবার শাকিব আল হাসানের দলকে হারাতে পারলে অধিনায়ক হিসাবে এশিয়া কাপে এক দিনের ম্যাচে নবম জয় পাবেন রোহিত। তা হলেই স্পর্শ করে ফেলবেন মহেন্দ্র সিংহ ধোনি এবং অর্জুন রণতুঙ্গার মাইলফলক। তাঁরা দু’জনেই এশিয়া কাপে এক দিনের ম্যাচে অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ন’টি করে ম্যাচ জিতেছেন। বাংলাদেশের পর রবিবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে পারলে নতুন নজির গড়বেন রোহিত। অধিনায়ক হিসাবে এশিয়া কাপের ১০টি এক দিনের ম্যাচ জেতা হয়ে যাবে তাঁর।

১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ধোনি জয় পেয়েছিলেন ন’টি ম্যাচে। অন্য দিকে, রণতুঙ্গা ১৩টি ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছিলেন সমসংখ্যক ম্যাচে। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে জয় এলে রোহিত ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ন’টি ম্যাচে জয় পাবেন। জয়ের হারের নিরিখে তিনি এগিয়ে থাকবেন দুই প্রাক্তনের থেকে।

বাংলাদেশের বিরুদ্ধে রোহিত অবশ্য না-ও খেলতে পারেন। কারণ, শুক্রবারের ভারত-বাংলাদেশ ম্যাচ শুধুই নিয়মরক্ষার। এশিয়া কাপের ফাইনালে আগেই উঠে গিয়েছে ভারত। আর বাংলাদেশের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। সে কারণে ফাইনালের আগে রোহিতের পাশাপাশি বিরাট কোহলি, যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিতে পারেন কোচ রাহুল দ্রাবিড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE