গত টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি মজার ঘটনার কথা জানালেন রোহিত শর্মা। ঘটনাটি ভারত-পাকিস্তান ম্যাচের। যে ঘটনায় হেসে ফেলেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়মও। টস করতে ভুলে গিয়েছিলেন রোহিত।
ভারত-পাকিস্তান ম্যাচের দিন টসের সঞ্চালক ছিলেন শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন কোচ টসের সময় দু’দল এবং তাদের অধিনায়ক সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করেন। তাঁর মজাদার উপস্থাপনা বেশ জনপ্রিয়। চাপের মধ্যেও অনেক সময় হেসে ফেলেন অধিনায়কেরাও। ভারত-পাকিস্তান ম্যাচেও টসের সময়ই দর্শকদের তাতানোর চেষ্টা করেছিলেন শাস্ত্রী। আর তাতেই ঘটেছিল বিপত্তি।
জিয়ো হটস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘‘আমি রবি শাস্ত্রীর দিকে তাকিয়েছিলাম। বেশ মজা লাগছিল। ভুলেই গিয়েছিলাম টসের কয়েন আমার হাতে রয়েছে। আমার পাশে দাঁড়িয়ে বাবরও হাসছিল। শাস্ত্রী বলছিলেন, ‘নীল জার্সি পরে রোহিত শর্মা ঘুষি মারার জন্য তৈরি। সবুজ জার্সিতে বাবর আজ়মও তৈরি পাল্টা আঘাত করার জন্য। দারুণ মজা হবে।’ শাস্ত্রীর এই মন্তব্য শুনে আমরা দু’জনেই হাসছিলাম।’’ রোহিত বলতে চেয়েছেন, শাস্ত্রীর মজাদার উপস্থাপনায় এতটাই মজেছিলেন যে, ভুলেই গিয়েছিলেন তাঁর হাতে কয়েন ছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে ভারত ১১৯ রান করেছিল। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয় ১১৩ রানে। সেই ম্যাচে জসপ্রীত বুমরাহ ১৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসে ধস নামিয়েছিলেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত।