ফাইল চিত্র।
নিউজ়িল্যান্ড ক্রিকেটও বর্ণবিদ্বেষের কালো ছায়া থেকে মুক্ত নয়। এমনটাই অভিযোগ করলেন সে দেশের প্রাক্তন ক্রিকেটার রস টেলর। শুধু তা-ই নয়, এ ব্যাপারে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে বলে জানিয়েছেন এই প্রাক্তন ব্যাটসম্যান।
টেলর নিউজ়িল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই স্বীকৃত। টেস্ট ও ওয়ান ডে-তে নিউজ়িল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সম্প্রতি নিজের আত্মজীবনী ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ সেই অভিজ্ঞতার কথা লিখেছেন টেলর। তাঁর বই থেকে নিউজ়িল্যান্ড হেরাল্ড পত্রিকা উদ্ধৃত করেছে একটি অংশ। সেখানে প্রাক্তন ব্যাটসম্যান লিখেছেন, ‘‘নিউজ়িল্যান্ড ক্রিকেটে শ্বেতাঙ্গদের আধিপত্যই বেশি। আমার ক্রিকেট জীবনের বেশিরভাগ সময়ে আমি ব্যতিক্রম হিসেবেই ছিলাম। সাদাদের মধ্যে এক বাদামি মুখ।’’
টেলর এ হেন বর্ণবিদ্বেষের উদহারণ পেশ করেছেন তাঁর বইয়ে। যা শুনতে হয়েছিল নিজেদের ড্রেসিংরুমেই। টেলর লিখেছেন, ‘‘নানা দিক থেকেই ড্রেসিংরুমের কথাবার্তাকে আমি সেখানকার প্রকৃত পরিবেশ বোঝার রসদই বলব। এক জন সতীর্থ যেমন চিরকাল আমাকে বলে এসেছে, ‘রস, তুমি হলে অর্ধেক ভাল ছেলে। কিন্তু কোন ভাগটা তোমার ভাল? আসলে তুমি বুঝতেই পারছ না যে আমি কী বলতে চাইছি।’ আমি কিন্তু দিব্যি বুঝতে পারতাম ও কী বলতে চায়। অন্য সতীর্থরাও সুযোগ পেলেই নিজেদের জাতিগত গরিমা তুলে ধরতে ব্যস্ত হয়ে পড়ত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy