অতীতে রবীন্দ্র জাডেজাকে ‘টুকরোটাকরা’ ক্রিকেটার বলে বিতর্কে জড়িয়েছিলেন সঞ্জয় মঞ্জরেকর। সেই বিতর্ক এখন অনেকটাই অতীত। দু’জনের মধ্যে সম্পর্কও স্বাভাবিক। তবে লিডস টেস্টে ভারতের হারের পর আবার জাডেজার সমালোচনা করেছেন মঞ্জরেকর। দ্বিতীয় টেস্টে দলে একাধিক বদলের দাবি তুলেছেন তিনি।
সম্প্রচারকারী চ্যানেলে মঞ্জরেকর বলেছেন, “অভিজ্ঞ ব্যাটার এবং ফর্মে থাকা ব্যাটারদের বিরুদ্ধে খেলতে নামলে কৌশলগত দিক থেকে এগিয়ে থাকতে হয়। আমার মনে হয়, জাডেজা সকলকে হতাশ করেছে। পিচ থেকে পেসারেরা কোনও সাহায্য পাচ্ছিল না। কিন্তু জাডেজার বোলিংয়ের পক্ষে পিচটা উপযুক্ত ছিল। তবু পিচের ক্ষতস্থান ঠিকমতো কাজে লাগাতে পারেনি ও। বিশেষ করে বেন ডাকেটকে বোলিংয়ের সময়। বেন স্টোকস ক্রিজ়ে থাকার সময় তবু চেষ্টা করেছে।”
তাঁর সংযোজন, “শেষ দিনের পিচে এমন কিছু ক্ষত থাকেই যেটা সময়মতো কাজে লাগানো যেতে পারে। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটারের থেকে অন্তত এর থেকে ভাল পারফরম্যান্স আশা করতে পারি আমরা। প্রসিদ্ধ কৃষ্ণের মতো তরুণ ক্রিকেটারদের সমালোচনা করতে এখনই রাজি নই। ওদের কাছে উন্নতির জায়গা রয়েছে। কিন্তু জাডেজার থেকে এই পারফরম্যান্স প্রত্যাশিত নয়।”
ভারতের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, দ্বিতীয় টেস্ট কুলদীপ যাদবকে খেলানো উচিত। বসানো হোক শার্দূল ঠাকুরকে। তাতে একজন জোরে বোলার কমে গেলেও সেই সাহস ভারতীয় দলের দেখানো উচিত বলে মনে করেন তিনি।
আরও পড়ুন:
মঞ্জরেকর বলেছেন, “কুলদীপ যাদবের দলে ফেরা উচিত। দুঃখ হলেও বলছি, শার্দূলকে বসতে হবে। এই একটা বদলই ভারতের দরকার। অস্ট্রেলিয়া সফরের পর নীতীশ রেড্ডির পাশে ছিলাম। কিন্তু ওকে দলে ঢোকাতে গেলে ভারসাম্য নড়ে যাবে। তবে চতুর্থ পেসারকে বসিয়ে যদি এক জন বাড়তি স্পিনার খেলাতে হয়, সেই সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত।”