লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরেছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা গুজরাত টাইটান্স। শুভমন গিলদের হারের ফলে সুবিধা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের। আইপিএলের পয়েন্ট তালিকায় প্রথম দুই দলের মধ্যে শেষ করার সুযোগ রয়েছে প্লে-অফে ওঠা চার দলেরই। তবে প্রত্যেকের সামনে আলাদা আলাদা অঙ্ক রয়েছে।
গুজরাত টাইটান্স (১৩ ম্যাচে ১৮ পয়েন্ট)
গুজরাতের আর একটি ম্যাচই বাকি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই ম্যাচ জিততেই হবে শুভমনদের। তা হলেও প্রথম দুইয়ে শেষ করা যাবে না। বেঙ্গালুরু ও পঞ্জাবের মধ্যে কোনও একটি দলকে অন্তত একটি ম্যাচ হারতে হবে। তা হলে ২০ পয়েন্ট নিয়ে প্রথম দুই দলের মধ্যে শেষ করতে পারবে গুজরাত। যদি পরের ম্যাচ গুজরাত হারে তা হলে বেঙ্গালুরু বা পঞ্জাবের মধ্যে কোনও দলকে তাদের দু’টি ম্যাচই হারতে হবে। তবেই প্রথম দুইয়ে যেতে পারবেন শুভমনেরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১২ ম্যাচে ১৭ পয়েন্ট)
বিরাট কোহলিদের খেলা বাকি সানরাইজার্স হায়দারাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচ জিততে হবে তাদের। তা হলে আর কোনও দলের ফলাফলের দিকে তাকাতে হবে না বেঙ্গালুরুকে। ২১ পয়েন্ট নিয়ে প্রথম দুই দলের মধ্যে শেষ করবে তারা। তবে তারা যদি একটি ম্যাচ হারে, তা হলে গুজরাত বা পঞ্জাবকে অন্তত একটি ম্যাচ হারতে হবে। তবেই প্রথম দুইয়ে যেতে পারবে তারা। আর যদি বেঙ্গালুরু নিজেদের দু’টি ম্যাচই হারে তা হলে প্রথম দুইয়ে যেতে পারবেন না কোহলিরা। কারণ, তার পরেও তাদের পঞ্জাবের উপরে থাকতে গেলে পঞ্জাবকে নিজেদের দু’টি ম্যাচই হারতে হবে। তাদের একটি খেলা মুম্বইয়ের বিরুদ্ধে। অর্থাৎ, পঞ্জাব দু’টি ম্যাচ হারলে মুম্বই বেঙ্গালুরুকে টপকে যাবে।

আরও পড়ুন:
পঞ্জাব কিংস (১২ ম্যাচে ১৭ পয়েন্ট)
একই অঙ্ক শ্রেয়স আয়ারদের সামনেও। তাঁদের বাকি দুই ম্যাচ দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচ জিতলেই বেঙ্গালুরুর মতো ২১ পয়েন্ট নিয়ে প্রথম দুই দলের মধ্যে শেষ করবে তারা। পঞ্জাব যদি নিজেদের একটি ম্যাচ হারে তা হলে গুজরাত বা বেঙ্গালুরুকে অন্তত একটি ম্যাচ হারতে হবে। তবেই প্রথম দুইয়ে যেতে পারবে তারা। পঞ্জাব দু’টি ম্যাচ হারলে প্রথম দুইয়ে শেষ করার সুযোগ তাদের থাকবে না। কারণ, সে ক্ষেত্রে মুম্বই তাদের টপকে যাবে।
মুম্বই ইন্ডিয়ান্স (১৩ ম্যাচে ১৬ পয়েন্ট)
হার্দিক পাণ্ড্যদের পরের ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে তাঁদের ১৮ পয়েন্ট হবে। তার পরেও মুম্বইকে বাকি ম্যাচের দিকে তাকাতে হবে। বেঙ্গালুরু ও পঞ্জাব যদি তাদের দু’টি ম্যাচই হারে, তা হলে প্রথম দুই দলের মধ্যে একটি হবে মুম্বই। কারণ, বেঙ্গালুরু ও পঞ্জাব একটি করে ম্যাচ জিতলেই মুম্বইয়ের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।