শনিবার বঙ্গ টি-টোয়েন্টি লিগে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স আট উইকেটে হারিয়েছে শ্রাচী রাঢ় টাইগার্সকে।
প্রথমে ব্যাট করে রাঢ় টাইগার্স করে ১২৩-৭। ৪৫ বলে ৪০ রান করেন অরিন্দম ঘোষ। সূরজ সিন্ধু জয়সওয়াল দু’টি উইকেট নেন। জবাবে অঙ্কুর পালের ৪৩ বলে ৬২ রানের সৌজন্যে সহজেই জয় তুলে নেয় শিলিগুড়ি।
অন্য ম্যাচে হারবার ডায়মন্ডসকে আট উইকেটে হারায় মুর্শিদাবাদ কিংস। ৫১ রান অধিনায়ক সুদীপ কুমার ঘরামির। ৩৩ রান করেন শুভম দে। মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট নেন সায়েদ ইরফান আফতাব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)