৩৪ বছর পরে দ্বিপাক্ষিক সিরিজ়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার তৃতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত শতরান করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। ৯৪ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন হোপ। তাঁর ইনিংস সাজানো ১০টি বাউন্ডারি ও ৫টি ছক্কা দিয়ে। যার দাপটে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৯৪-৬। জবাবে ৯২ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। জেডেন সিলস ১৮ রানে নেন ৬ উইকেট। বাবর আজ়ম ফেরেন ৯ রানে। ২০২ রানে ম্যাচ ও ২-১ ফলে সিরিজ় জেতে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হোপ।
রস্টন চেজ করেন ২৯ বলে ৩৬। এ ছাড়া জাস্টিন গ্রিভসও ইনিংসের শেষ দিকে আগ্রাসী ব্যাটিং দেখান। তিনি ২৪ বলে অপরাজিত থাকেন ৪৩ বলে। প্রথম ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল পাঁচ উইকেটে। সেই হারের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ওয়ান ডে-তেও তারা জেতে ৫ উইকেটে।
এই নিয়ে এক দিনের ক্রিকেটে ১৮ নম্বর শতরান করলেন হোপ। এক দিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক শতরান রয়েছে ক্রিস গেলের। ২৫টি। এর পরে দ্বিতীয় স্থানে ব্রায়ান লারা (১৯টি শতরান)। হোপ উঠে এলেন এই তালিকায় তিন নম্বরে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)