Advertisement
১১ সেপ্টেম্বর ২০২৪
Shane Warne

ওয়ার্নের সিনেমা ঘিরে তীব্র বিতর্ক, অপমানের অভিযোগ তুলে সরব প্রয়াত ক্রিকেটারের দুই মেয়ে

গত মার্চে তাইল্যান্ডে মৃত্যু হয় ওয়ার্নের। অস্ট্রেলিয়া ছাড়াও শোকগ্রস্ত হয়ে পড়ে গোটা বিশ্ব। মৃত্যুর ছ’মাস পরে ওয়ার্নকে নিয়ে দুই পর্বের একটি সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্ক। তাই নিয়েই বিতর্ক।

ওয়ার্নের সিনেমা ঘিরে বিতর্ক।

ওয়ার্নের সিনেমা ঘিরে বিতর্ক। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৭
Share: Save:

প্রয়াত শেন ওয়ার্নের জীবন নিয়ে সিনেমা তৈরি করতে গিয়ে বিপাকে অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন। সংস্থার উদ্যোগের নিন্দা করেছেন ওয়ার্নের সন্তানরা। ‘লজ্জাজনক’ বলে অভিহিত করা হয়েছে।

গত ৪ মার্চ তাইল্যান্ডের একটি বিলাসবহুল রিসর্টে মৃত্যু হয় ওয়ার্নের। অস্ট্রেলিয়া-সহ গোটা বিশ্ব শোকে মুহ্যমান হয়ে পড়ে। মৃত্যুর ছ’মাস পরে ওয়ার্নকে নিয়ে দুই পর্বের একটি সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্ক। সেই চ্যানেলে দীর্ঘ দিন ধারাভাষ্য দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিনার। সিনেমার নাম দেওয়া হয়েছে ‘ওয়ার্নি’। সম্প্রচারকারী চ্যানেলের তরফে বলা হয়েছে, ‘দুই পর্বে শ্রদ্ধা জানানো হবে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটারকে। চ্যানেল নাইনই ছিল তাঁর জীবন। ২০২৩ সালে মুক্তি পেতে চলা এই সিনেমা অবশ্যই দেখতে হবে।’

এর পরেই ক্ষুব্ধ ওয়ার্নের দুই সন্তান। বড় মেয়ে ব্রুক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বাবা বা তাঁর পরিবারের প্রতি কোনও শ্রদ্ধা কি রয়েছে ওদের? চ্যানেল নাইনের জন্যে এত কাজ করেছেন উনি। তাঁর মৃত্যুর ছ’মাস পরেই এখন ওঁকে নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে? লজ্জাজনক সিদ্ধান্ত।’

আর এক মেয়ে সামার লিখেছেন, ‘আমি জানতে চাই, যাঁরা এ ধরনের সিদ্ধান্ত নেয় তাঁদের কেন মনে হয় উদ্যোগটা খুব ভাল? কিছু তো শ্রদ্ধা বজায় থাকুক। বাবা চলে যাওয়ার পর ছ’মাসও কাটেনি। এর মধ্যেই ওরা সিনেমা বানিয়ে টাকা কামানোর চেষ্টা করছে!’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shane Warne documentary cinema Cricket Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE