ভারতীয় ক্রিকেটে শ্রেয়স আয়ারকে জন্ম দিয়েছিলেন প্রবীণ আমরে। ২০ বছরের তরুণ শ্রেয়সকে কানপুরের গ্রিন পার্কের সবুজে নামিয়ে দিয়েছিলেন তিনি। সুযোগ ছাড়েননি শ্রেয়স। ৭ বছর পর সেই গ্রিন পার্ক। আন্তর্জাতিক মঞ্চে টেস্ট অভিষেক। নেমেই শতরান করে ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়।
শ্রেয়সকে ১২ বছর বয়স থেকে চেনেন আমরে। জানেন শ্রেয়সের মধ্যে কী ধরনের প্রতিভা লুকিয়ে রয়েছে। ২০১৪ সালে রঞ্জি ম্যাচে প্রথম নামেন জম্মু কাশ্মীরের বিরুদ্ধে। সেই ম্যাচে রান করতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৮ রান করেছিলেন শ্রেয়স। সেই শ্রেয়সকেই তারপর কানপুরের ম্যাচের আগে আমরে বলেন, “কাল কিছু করো। শেষ দুই ম্যাচ ধরে তো অন্যদের জন্য হাততালি দিয়ে যাচ্ছ। মাঠে নেমে খেলো, মানুষ তোমার জন্য হাততালি দেবে।”
কোচকে নিরাশ করেননি শ্রেয়স। সে দিন ৭৫ রান করে দলে নিজের জায়গা যেমন বাঁচিয়ে ছিলেন, তেমনই আমরের চাকরিও বাঁচিয়ে দিয়েছিলেন তিনি। আর ফিরে তাকাতে হয়নি শ্রেয়সকে। প্রথম শ্রেণির ক্রিকেট এখনও অবধি ৫৪টি ম্যাচ খেলে করেছেন ৪৫৯২ রান। গড় ৫২.১৮। রয়েছে ১২টি শতরান। দ্বিশতরানও করেছেন ঘরোয়া ক্রিকেটে।