ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় শুভমন গিলেরা জিততে পারবেন কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে। তবে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন নজির তৈরি করলেন শুভমনেরা। ভারতের তরুণ দল ভেঙে দিল ৪৫ বছরের পুরনো রেকর্ড।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ের পাঁচটা টেস্টের ১০টা ইনিংসে ভারতীয় দল করেছে যথাক্রমে ৪৭১, ৩৬৪, ৫৭৮, ৪২৭, ৩৮৭, ১৭০, ৩৫৮, ৪২৫, ২২৪ এবং ৩৯৬ রান। অর্থাৎ সব মিলিয়ে ৩৮০৯ রান করেছেন ভারতীয় ক্রিকেটাররা। এক আগে কোনও একটা টেস্ট সিরিজ়ে ভারতীয় দল এত রান করতে পারেনি।
১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ছয় টেস্টের সিরিজ়ে ভারত করেছিল মোট ৩২৭০ রান। ভারতের টেস্ট ইতিহাসে সেটাই ছিল একটা সিরিজ়ে সর্বোচ্চ রান। রানের পাহাড়ে চড়ে ৪৫ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিয়েছে শুভমনের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল।
আরও পড়ুন:
ব্যাট হাতে একটি নজির গড়েছেন শুভমনও। এই সিরিজ়ে শুভমনের ব্যাট থেকে মোট ৭৫৪ রান এসেছে। ভারত-ইংল্যান্ড টেস্টের ইতিহাসে এটাই কোনও ব্যাটারের এক সিরিজ়ে করা সর্বোচ্চ রান। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গ্রাহাম গুচ ১৯৯০ সালের সিরিজ়ে ৭৫২ রান করেছিলেন। ৩৫ বছরের সেই রেকর্ড এ বার ভেঙে দিলেন শুভমন।