Advertisement
০৭ মে ২০২৪
Jhulan Goswami

ঝুলনের অভাব পূরণ হয় না, বলছেন স্মৃতি

চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে যদিও ০-১ পিছিয়ে রয়েছে ভারত। আজ, মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ। যেখানে আক্রমণাত্মক ব্যাটিং করার পরিকল্পনা রয়েছে স্মৃতির।

চর্চায়: লর্ডসে শেষ ম্যাচ হতে পারে ঝুলনের। ফাইল চিত্র­

চর্চায়: লর্ডসে শেষ ম্যাচ হতে পারে ঝুলনের। ফাইল চিত্র­

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৭
Share: Save:

ইংল্যান্ড বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে আবেগপ্রবণ হয়ে পড়লেন স্মৃতি মন্ধানা। তাঁকে প্রশ্ন করা হয়, ঝুলন গোস্বামীকে ছাড়া ভারতীয় দল কতটা ভয়ঙ্কর? উত্তর দিতে গিয়ে গলা ধরে আসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনারের। জানিয়ে দেন, ভারতীয় দলের জার্সিতে ঝুলনকে যে আর দেখতে পাবেন না, এটা ভাবলেই তাঁর চোখের কোণ ভিজে যায়।

ভারতীয় দলের ওপেনার মনে করেন, ঝুলনের অভাব পূরণ করা সম্ভব নয়। বলছিলেন, ‘‘ভারতীয় দলের হয়ে ঝুলুদিকে (ঝুলন) আর খেলতে দেখব না, ভেবেই খুব খারাপ লাগছে। ওয়ান ডে সিরিজ়েই ওঁর সঙ্গে শেষ বারের মতো দেশের জার্সিতে নামব। যা ভাবলেই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি।’’ যোগ করেন, ‘‘মহিলা ক্রিকেটের উত্থানের নেপথ্যে ঝুলুদির অবদান অনস্কীকার্য। ওর অভাব কখনও পূরণ করা সম্ভব নয়। ঝুলুদির অবসরের কথা ভাবলেই বাকরুদ্ধহয়ে পড়ি।’’

ঝুলনের জন্য ওয়ান ডে সিরিজ় বিশেষ স্মরণীয় করে তুলতে চান স্মৃতি। তাঁর কথায়, ‘‘যতটা সম্ভব, চেষ্টা করব ওয়ান ডে সিরিজ় বিশেষ ভাবে স্মরণীয় করে তোলার। ঝুলুদির শেষ সফর আমরা স্মরণীয় করে তুলতে চাই। তার জন্য যা যা প্রয়োজন করতে রাজি।’’ কথা বলতে বলতেই গলা ধরে এল স্মৃতির। সেখানেই শেষ করে দেওয়া হল সাংবাদিক বৈঠক।

চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে যদিও ০-১ পিছিয়ে রয়েছে ভারত। আজ, মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ। যেখানে আক্রমণাত্মক ব্যাটিং করার পরিকল্পনা রয়েছে স্মৃতির। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬০ থেকে ১৭০ রান না করলে জেতা সম্ভব নয়। তাঁর কথায়, ‘‘প্রথমে ব্যাট করলে অন্তত ১৬০ থেকে ১৭০ রান করতেই হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ঠিক স্কোর। তার টেয়ে কম রান করলে বিপক্ষ কিছুটা হলেও এগিয়ে থাকে। মানসিক চাপ অনেক দলকেই পিছিয়ে দেয়। বিপক্ষের উপরে সেই রকমই চাপ সৃষ্টি করতে হবে। না হলে জেতা কঠিন।’’

স্মৃতি মনে করেন, মাঝের সারির ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। তিনি বলেছেন, ‘‘১২ থেকে ১৮ ওভারের মধ্যে যারা নামবে, তাদের উইকেট ধরে রাখার পাশাপাশি দ্রুত রানও করতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে এই সময়ে যে দল ভাল খেলে, তারা এগিয়ে থাকে। দ্বিতীয় ম্যাচে মাঝের সারির ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। ওপেনিংয়েও দ্রুত রান তুলতে হবে আমাদের।’’

স্মৃতি যদিও মেয়েদের বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। যাতে ওয়ার্কলোডের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়। কিন্তু মেয়েদের আইপিএলের জন্য তিনিও উত্তেজিত। বলছিলেন, ‘‘়ফ্র্যাঞ্চাইজ়ি লিগ সব সময়ই ক্রিকেটারদের উন্নত করে। আইপিএলেও সে রকমই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhulan Goswami Smriti Mandhana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE