শনিবার ভারতীয় সময় সন্ধে ৬টা ৪৪ মিনিটে বিরাট কোহলী টুইট করে জানিয়ে দেন, টেস্ট ক্রিকেটেও তিনি আর অধিনায়ক থাকছেন না। এর ছয় ঘণ্টা পরে ১২টা ৪৭ মিনিটে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়া জানান।
ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গভীর রাতে টুইট করে লেখেন, ‘বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে ও গুরুত্বপূর্ণ সদস্য হবে। দারুণ এক ক্রিকেটার। ওয়েল ডান।’