সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে। বায়োপিক নির্মাতা ‘লাভ ফিল্মস’-এর কর্ণধারেরা কলকাতায় এসেছেন। মঙ্গলবার তাঁরা ইডেনে বেশ খানিক্ষণ সময় কাটান। দুখীরাম কোচিং সেন্টারে যান। যেখানে খুদে ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু করেছিলেন বেহালার বাঁ-হাতি। সৌরভের বাল্যবন্ধু ও বায়োপিকের অন্যতম উদ্যোক্তা সঞ্জয় দাস নির্মাতাদের সব জায়গায় ঘুরিয়ে দেখান, তাঁদের নিয়ে যান কলকাতায় সৌরভের ক্রিকেট যাত্রার িবভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে।
জানা গিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু হতে পারে। আনন্দবাজারে আগেই লেখা হয়েছিল, সৌরভের ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও। তাতে কোনও পরিবর্তন নেই। রাজকুমারই পর্দার সৌরভ হচ্ছেন। পারিবারিক কারণে তিনি ব্যস্ত থাকবেন বলে শুটিং এ বছর শুরু করা যাচ্ছে না।
বায়োপিকের অনান্য চরিত্রে কারা অভিনয় করবেন? ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে? তা নিয়ে ব্যাপক আগ্রহ, জল্পনা শুরু হয়েছে। বলিউডের কেউ? নাকি টলিউড থেকে নায়িকা বাছা হবে? এখনও পর্যন্ত যা ইঙ্গিত, বাঙালি অভিনেত্রীর দিকে পাল্লা বেশি ঝুঁকে। প্রাথমিক ভাবে কয়েক জনের কথা ভাবা হয়েছে। কারও নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তবে কোনও বাঙালি অভিনেত্রীকে যে ডোনার ভূমিকায় বেছে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত মোটামুটিনেওয়া হয়ে গিয়েছে।
শোনা যাচ্ছে, পুজোর মধ্যেই কলকাতায় আসতে পারেন রাজকুমার রাও। বেহালার বাড়িতে মুখোমুখি বসবেন হয়তো মাঠের সৌরভ এবং পর্দার সৌরভ। এই সাক্ষাৎ হতে পারে মহাঅষ্টমীতেই। সৌরভের চরিত্র ফুটিয়ে তুলতে গেলে তাঁর চালচলন, ভাবভঙ্গী পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝে নিতে হবে। সেই কারণেই রাজকুমার রাও আসছেন। অব্যর্থ ভাবে যাতে পর্দায় তুলে আনা যায় ক্রিকেট মাঠের ‘দাদা’-কে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)