সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার ইনস্টাগ্রামে নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত তিনিই সবথেকে দামি ক্রিকেটার। ২০২১ সালের নিলামে তাঁকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। ২০১৩ সালে তাঁকে প্রথম নেয় চেন্নাই সুপার কিংস। এরপর ২০১৬ সালে দিল্লি ডেয়ারডেভিলস এবং ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর তাঁকে নেয়।
অবসরের সিদ্ধান্ত জানিয়ে মরিস লেখেন, ‘আজ সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত জানাচ্ছি। আমার যাত্রাপথে যাঁরা সঙ্গী হয়েছেন, সবাইকে ধন্যবাদ। পুরোটাই উপভোগ করেছি।’ একই সঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল টাইটানসে কোচ হিসেবে যোগ দেবেন তিনি।