দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নিজের নাম অমর করে দিয়েছেন টেম্বা বাভুমা। ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকাকে আইসিসি ট্রফি জিতিয়েছেন তিনি। প্রথম বার লাল বলের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দল। নেতাকে নায়কের সম্মান দিয়েছেন দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে বাভুমার জন্য গান বেঁধেছেন তাঁরা।
চ্যাম্পিয়ন হওয়ার পর দক্ষিণ আফ্রিকার সাজঘরের একটা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় ছবি ‘মানি হেইস্ট’-এর গান ‘বেলা চাও’-এর সুরে গাইছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। সেখানে ‘বেলা চাও’ কথার বদলে ‘টেম্বা বাভুমা’ ব্যবহার করেছেন তাঁরা। সতীর্থদের এই ভালবাসায় নিজেকে আটকে রাখতে পারেননি বাভুমা। তিনিও গলা মেলান সেই গানে। সকলকে দেখে বোঝা যাচ্ছিল, এত বছর পর ক্রিকেটে বড় ট্রফি জিততে পেরে কতটা আনন্দ পেয়েছেন তাঁরা।
অধিনায়ক হিসাবে বাভুমার রেকর্ড চোখে পড়ার মতো। ২০২৩ সালে টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর ১০টা টেস্টে ৯টা জিতেছেন তিনি। ড্র হয়েছে ১টা। অর্থাৎ, অধিনায়ক হিসাবে একটা টেস্টও হারেননি বাভুমা। পাশাপাশি এই ১০টা টেস্টে তাঁর ব্যাটিং গড় প্রায় ৬০। অর্থাৎ, ব্যাট হাতেও নিজের কাজ করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
আরও পড়ুন:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ব্যাট হাতে নিজের কাজ করেছেন বাভুমা। প্রথম ইনিংসে তিনি যত ক্ষণ ক্রিজ়ে ছিলেন, ভাল দেখাচ্ছিল দলকে। তিনি ৩৬ রান করে আউট হওয়ার পরে ১৩৮ রানে পুরো দল শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ২৮২ রান তাড়া করতে নেমে ৬৬ রান করেন বাভুমা। তিনি দৌড়তে পারছিলেন না। খোঁড়াচ্ছিলেন। কিন্তু লড়াই ছাড়েননি। এডেন মার্করামের সঙ্গে ১৪৭ রানের জুটি বাঁধেন। এই জুটিই দলকে জয়ে নিয়ে যায়। সেই কারণেই দলের নেতাকে নায়কের সম্মান দিয়েছেন সতীর্থেরা। তাঁকে নিয়ে গান বেঁধেছেন সকলে।