গোটা এপ্রিল মাসে আইপিএলে খেলেননি কাগিসো রাবাডা। গুজরাত টাইটান্সের পেসারের কী হয়েছে তা বোঝা যাচ্ছিল না। জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। মে মাসে আবার আইপিএলে ফিরেছেন তিনি। তার পরেই জানা গিয়েছে, মাদক সেবন করায় এক মাস নির্বাসিত হয়েছিলেন রাবাডা। কিন্তু তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড যা রাখঢাক করেছে, তাতে প্রশ্ন উঠছে।
দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র ‘র্যাপো’ একটি রিপোর্টে জানিয়েছে, গত ২১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ চলাকালীন রাবাডা নিজের নমুনা জমা দিয়েছিলেন। সেই নমুনা পরীক্ষায় দেখা যায়, রাবাডার শরীরে কোকেন রয়েছে। তার পরেই তাঁকে নির্বাসিত করা হয়। সেই কারণে, গোটা এপ্রিল মাসে খেলতে পারেননি তিনি।
রাবাডাকে মাত্র এক মাসের শাস্তি কাটাতে হয়েছে। তাঁর আইনজীবীর দল আরও বড় শাস্তির হাত থেকে বাঁচিয়েছে রাবাডাকে। তারা আদালতে প্রমাণ করতে পেরেছে যে রাবাডা দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ শুরু হওয়ার আগে সেই মাদক সেবন করেছিলেন। তা-ও খুব সামান্য পরিমাণে। তারা প্রমাণ করতে পেরেছে যে রাবাডা নিয়মিত মাদক সেবন করেন না। নিজের মনকে ফুরফুরে করতে ভুল করে সেই মাদক নিয়েছিলেন তিনি। দ্বিতীয় বার নমুনা পরীক্ষা করাতে অস্বীকার করেছেন রাবাডা।
‘সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্ট’-এর সিইও খালিদ গালান্ট বলেছেন, “রাবাডার আইনজীবীরা খুব বুদ্ধি করে ওঁকে বার করে এনেছেন। ওঁরা আদালতে যা যা তথ্য দিয়েছেন তার পরে আর কারও কিছু করার নেই।” নির্বাসনের সাজা কাটানোর পরে একটি বিবৃতিতে রাবাডা বলেছেন, “আমি অনেকের সম্মানহানি করেছি। তার জন্য আমি দুঃখিত। আমি আর কোনও দিন ক্রিকেটকে হালকা ভাবে নেব না। এই খেলা আমাকে সব সম্মান দিয়েছে। তাই এই খেলার মান আরও কোনও দিন নীচে নামাব না।”
আরও পড়ুন:
রাবাডা যা-ই বলুন না কেন, এই ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন। তিনি জানিয়েছেন, দর্শকদের সব কিছু জানার অধিকার রয়েছে। পেইন বলেন, “একটা লোক মাদক সেবন করে দোষী প্রমাণিত হল। তাকে আইপিএল থেকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হল। আবার সে দক্ষিণ আফ্রিকা থেকে আইপিএলে ফিরেও গেল। কিন্তু কেউ কিছু জানতে পারল না!”
পেইনের অভিযোগ, রাবাডার আরও বেশি শাস্তি পাওয়া উচিত ছিল। তিনি বলেন, “রাবাডা এ বার আইপিএলে খেলবে। কয়েক মাস পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। অথচ ও যা অন্যায় করেছে, তাতে ওর আরও বেশি শাস্তি পাওয়া উচিত ছিল। কে ওর নির্বাসন তুলল? সব কিছু পরিষ্কার করে বলা উচিত। অথচ সকলকে ধোঁয়াশায় রাখা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও তা-ই করছে। ক্রিকেটের সঙ্গে অন্যায় করা হচ্ছে।”
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে আপাতত এক সপ্তাহ বন্ধ রয়েছে আইপিএল। তবে সংঘর্ষবিরতির পরে দ্রুত তা আবার শুরু করার চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১০টি দলের সঙ্গে আলোচনা চলছে। আগামী সপ্তাহেই আবার আইপিএল শুরু হবে বলে জানা গিয়েছে।