ভারতের অপ্রাপ্তবয়স্ক ক্রীড়াবিদদের পুরস্কার হিসাবে টাকা দেবে না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তরুণেরা যাতে ডোপ করতে না পারে, সেই জন্যই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এই মাস থেকেই নিয়ম চালু করা হয়েছে।
সাধারণত কোনও ক্রীড়াবিদ আন্তর্জাতিক পদক পেলে তাকে পুরস্কৃত করা হয়। এত দিন আর্থিক পুরস্কারই দেওয়া হত সকলকে। সেই নিয়মে বদল আনছে সরকার। পুরনো নিয়মে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অপ্রাপ্তবয়স্ক ক্রীড়াবিদেরা সোনা জিতলে ১৩ লক্ষ টাকা পেত। তারা এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে সোনা জিতলে ৫ লক্ষ টাকা পেত। এখন থেকে আর তাদের টাকা দেওয়া হবে না।
এক কর্তা বলেন, “একমাত্র ভারত জুনিয়র পর্যায় খেলোয়াড়দের বেশি গুরুত্ব দিত। সেই কারণে অপ্রাপ্তবয়স্ক বয়সে খেলোয়াড়েরা নিজেদের উজাড় করে দিত। যে কারণে বড় হয়ে তাদের জয়ের খিদেটা নষ্ট হয়ে যায়। অথবা খেলার মতো শারীরিক ক্ষমতা থাকে না।”
আরও পড়ুন:
শুধু জুনিয়রদের নয়, সিনিয়রদেরও পুরস্কার পদ্ধতিতে কিছু বদল আনা হয়েছে। এখন থেকে আর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ বা দক্ষিণ এশিয়ান গেমসে পদক জিতলে পুরস্কার পাওয়া যাবে না। ভারতীয় দাবাড়ুরা ইন্টারন্যাশানাল মাস্টার বা গ্র্যান্ডমাস্টারের যোগ্যতা অর্জন করলেও আর আর্থিক পুরস্কার পাবেন না। তবে কেউ ব্যাডমিন্টনে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ বা দাবায় ক্যান্ডিডেটসের মতো প্রতিযোগিতা জিতলে বিশ্বকাপ বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী ক্রীড়াবিদের সমান পুরস্কার দেওয়া হবে তাঁকে।
একই প্রতিযোগিতায় একাধিক পদক জিতলে এখন থেকে প্রতিটি পদকের জন্য আলাদা করে পুরস্কার দেওয়া হবে ক্রীড়াবিদ এবং কোচদেরও। উদাহরণ, প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন মনু ভাকের। আগামী দিনে এমন হলে সেই প্রতিযোগী দু'টি পদকের জন্য আলাদা পুরস্কার পাওয়ার পাবেন। সেই সঙ্গে এখন থেকে ক্রীড়াবিদদের বদলে তাঁদের পরিবারের কেউ চাইলে পুরস্কার নিতে পারবেন।
কেন্দ্র মনে করছে, আর্থিক পুরস্কারের লোভে অনেক ক্রীড়াবিদ বয়স কমিয়ে খেলতে নামেন, ডোপ করেন। সেই সব ঘটনা বন্ধ করার জন্যই আর্থিক পুরস্কার বন্ধ করে দিল কেন্দ্র। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ বা দক্ষিণ এশিয়ান গেমসের মতো সহজ প্রতিযোগিতাকে আর গুরুত্ব দিতে চাইছে না ভারত। কেন্দ্র চাইছে, আরও কঠিন প্রতিযোগিতায় নাম দিক ক্রীড়াবিদেরা।