এক ফ্রেমে তিন কিংবদন্তি। তিন জনের হাতেই গ্লাস। উল্লাসে মেতেছেন তাঁরা। আর তাঁদের এই ছবির সঙ্গেই ফিরে এল ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতি। সুনীল মনোহর গাওস্কর, কপিল দেব নিখাঞ্জ ও মহিন্দর অমরনাথ। এত বছর পরেও ৮৩-র অতীতচারিতায় বুঁদ তাঁরা।
সম্প্রতি গাওস্কর একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাসি মুখে বসে তিন প্রাক্তন। সামনে খাবার টেবিলে নানা রকমের পদ। ক্যাপশনে গাওস্কর লিখেছেন, ‘৮৩-র উল্লাস’। দেখে মনে হচ্ছে এত বছর পরেও তাঁরা উদ্যাপন করছেন সেই দিনটিকেই। ১৯৮৩ সালের ২৫ জুন, যে দিন গোটা বিশ্ব দেখেছিল কী ভাবে কপিলের তরুণ দল হারিয়েছিল দু’বারের বিশ্বসেরা ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে।