Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Jasprit Bumrah

বুমরার পরিবর্ত বাছা কিন্তু সোজা হবে না

খুব কঠিন ম্যাচে শেষ দিকের ব্যাটসম্যানদের থেকে এই রানটা পাওয়া গেলে সেটা খেলায় পার্থক্য গড়ে দেয়। বুমরার পরিবর্ত ক্রিকেটার বাছা নির্বাচকদের পক্ষে সহজ হবে না।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সুনীল গাওস্কর
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ০৯:৫৯
Share: Save:

দু’টো সেরা দলের বিরুদ্ধে পরপর দু’টো সিরিজ় জয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের মনোবলকে তুঙ্গে রাখবে। প্রথম ম্যাচে হারার পরে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোটা দারুণ ব্যাপার ছিল। তার পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জয়। যারা কি না এর আগে ভারতের মাটিতে এসে কখনও টি-টোয়েন্টিসিরিজ় হারেনি।

তবে এর পাশাপাশি কাঁটাও থাকছে। ছ’টা ম্যাচের মধ্যে তিনটিতেই ভারতীয় বোলাররা ২০ ওভারে দু’শোর বেশি রান দিয়েছে। যশপ্রীত বুমরাকে ছাড়া বোলিং আক্রমণটা এখন ঠিক করতে হবে ভারতীয় দল পরিচালন সমিতিকে। নির্বাচকেরা এখনও বুমরার বিকল্প ক্রিকেটারের নাম জানায়নি। মহম্মদ শামি বা দীপক চাহারের কেউ এক জন হতে পারে। অনেক দিন হল ম্যাচের বাইরে আছে শামি। ছন্দে থাকলে শামি দারুণ। যে রকম নিখুঁত, সে রকম গতি আছে বলে।

দীপক চাহার আবার সুইংটা ভাল করাতে পারে। পিচে ফেলে বলকে নড়াচড়া করাতে পারে। গতিও খারাপ নয়। শেষ দিকে নেমে ভাল ব্যাটও করতে পারে। খুব কঠিন ম্যাচে শেষ দিকের ব্যাটসম্যানদের থেকে এই রানটা পাওয়া গেলে সেটা খেলায় পার্থক্য গড়ে দেয়। বুমরার পরিবর্ত ক্রিকেটার বাছা নির্বাচকদের পক্ষে সহজ হবে না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে খুব ভাল বল করেছিল আরশদীপ সিংহ। ওর দু’টো ব্যাপারে নজর দিতে হবে। নো বল করার প্রবণতা এবং ফলো থ্রু-র পরে উইকেটের বিপজ্জনক অংশে চলে আসা। এই দু’টো জিনিস ওকে ঠিক করতে হবে। সেটা যদি করতে পারে, দীর্ঘদিন ভারতের হয়ে খেলবে আরশদীপ। স্পিন বিভাগ নিয়ে কোনও সমস্যা নেই। তার উপরে অস্ট্রেলিয়ার বড় মাঠে স্পিন বেশ কার্যকর অস্ত্র হয়ে উঠতে পারে। ব্যাটিংটাও বেশ ভাল দেখাচ্ছে। একটু ভাগ্য থাকলে ভারতীয় দল কাপটা বাড়ি নিয়ে আসতে পারে। (টিসিএম)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jasprit Bumrah Sunil Gavaskar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE