ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন লেগ স্পিনার অ্যাডাম জ়াম্পা। পঞ্জাব কিংসকে হারিয়ে ছন্দের ফেরার পরই নতুন চাপে পড়ে গেল প্যাট কামিন্সের দল।
সোমবার সমাজমাধ্যমে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ জ়াম্পার চোটের কথা জানিয়েছেন। তাঁর কোথায় বা কী ধরনের চোট লেগেছে, তা জানানো হয়নি। তবে জানানো হয়েছে, আইপিএলে আর খেলতে পারবেন না অস্ট্রেলীয় স্পিনার। তাঁর পরিবর্ত হিসাবে হায়দরাবাদ দলে নিয়েছে স্মরণ রবিচন্দ্রনকে। কর্নাটকের ২১ বছরের অলরাউন্ডার মূলত টপ অর্ডার ব্যাটার। বাঁহাতি ব্যাটার অফ স্পিনও করতে পারেন। জ়াম্পার পরিবর্ত হিসাবে তাঁকে বেছে নিয়েছেন হায়দরাবাদ কর্তৃপক্ষ।
আইপিএল কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘স্মরণ রবিচন্দ্রনের সাতটি প্রথম শ্রেণির ম্যাচ, ১০টি ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ, ছ’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে তার ১১০০-র বেশি রান রয়েছে। বাঁহাতি ব্যাটার কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে। সানরাইডার্স হায়দরাবাদ ৩০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে অ্যাডাম জ়াম্পার পরিবর্ত হিসাবে।’’ উল্লেখ্য স্মরণ আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন।
আরও পড়ুন:
আইপিএলে জ়াম্পা দু’টি ম্যাচ খেলেছেন হায়দরাবাদের হয়ে। গত ২৭ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে ৪৬ রানে ১ উইকেট নেন। তার আগে ২৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ উইকেট নিয়েছিলেন ৪৮ রান খরচ করে।