Advertisement
০৩ মে ২০২৪
India vs Australia

ধোনির ‘ধারা’ বজায় রাখলেন সূর্যও, টি-টোয়েন্টি সিরিজ়‌ জয়ের পর কী করলেন তিনি?

রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ় জিতে নিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের দল জিতেছে ৪-১ ব্যবধানে। ট্রফি হাতে তোলার পর পুরনো ধারাই বজায় রাখলেন অধিনায়ক সূর্য। কী করলেন?

cricket

সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৩
Share: Save:

রবিবার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ় জিতে নিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের দল জিতেছে ৪-১ ব্যবধানে। ট্রফি তোলার সময়ে পুরনো ‘ধারা’ই বজায় রাখলেন অধিনায়ক সূর্য। নিজে ট্রফি নিয়ে তা তুলে দিলেন দলের তরুণ ক্রিকেটারদের হাতে। নিজে একপাশে সরে দাঁড়িয়ে ব্যাপারটা উপভোগ করলেন।

সূর্য খুব বেশি দিন ভারতের হয়ে খেলছেন না। কিন্তু জাতীয় দলে সুযোগই পেয়েছেন দেরিতে। এখন তাঁর ৩৩ বছর বয়স। তাই মোটামুটি বর্ষীয়ান ক্রিকেটারই বলা চলে তাঁকে। আগের অধিনায়কদের যে ধারা ছিল, সেটা পালন করলেন সূর্য নিজেও। ট্রফি নিয়ে তিনি তুলে দেন রিঙ্কু সিংহ, জিতেশ শর্মার মতো তরুণ ক্রিকেটারদের হাতে।

২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির আমল থেকে এই জিনিস শুরু হয়েছিল। বিশ্বকাপ জিতেও ট্রফি নিজের হাতে বেশি ক্ষণ রাখতেন না ধোনি। তরুণদের হাতে তুলে দিয়ে নিজে একপাশে সরে দাঁড়াতেন। পরের দিকে বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদেরও একই কাজ করতে দেখা গিয়েছে। সেই দলে নাম লেখালেন সূর্যও।

ধারাভাষ্য দিতে থাকা অভিষেক নায়ার খুশি সূর্যের কাজ দেখে। তিনি বলেছেন, “পুরনো প্রথা এখনও চলছে এটা দেখে ভাল লাগছে। সূর্যকুমার ট্রফিটা তুলে দিল রিঙ্কু, জিতেশদের হাতে। ডেকে নিল সাপোর্ট স্টাফদেরও। দলের মধ্যে একতা এর থেকেই বোঝা যায়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India vs Australia Surya Kumar Yadav MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE