Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Virat Kohli

Indian Cricket: ভারতীয় দলে নেই, তবু সূর্যকুমারদের শিবিরে বিরাট উপস্থিতি বিশ্রামে থাকা কোহলীর

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে অভিষেক হয় সূর্যর। প্রথম ম্যাচেই ৩১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। আর সেই রান তিনি করেছিলেন তিন নম্বরে নেমে।

কোহলীর প্রশংসায় সূর্যকুমার

কোহলীর প্রশংসায় সূর্যকুমার ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৩:৪০
Share: Save:

ভারতীয় দলে না থেকেও শিবিরে প্রবল ভাবে রয়েছেন বিরাট কোহলী। জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার যাদব। আর সেরা হওয়ার পরে তাঁর মুখে শোনা গেল টি২০ দলের প্রাক্তন অধিনায়ক কোহলীর প্রশংসা। সূর্য জানান, তিনি যাতে তিন নম্বরে ব্যাট করতে পারেন তার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন কোহলী।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে অভিষেক ঘটে সূর্যর। প্রথম ম্যাচেই ৩১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। আর সেই রান তিনি করেছিলেন তিন নম্বরে নেমে। সেই প্রসঙ্গ টেনে সূর্যকুমার বলেন, ‘‘আমার অভিষেক ম্যাচের কথা এখনও মনে আছে। কোহলী নিজের জায়গা ছেড়ে আমাকে তিনে ব্যাট করতে পাঠিয়েছিল। নিজে চারে নেমেছিল। আমার উপর ও বিশ্বাস রেখেছিল।’’

টি২০ বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সূর্য। তিনি বলেন, ‘‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে না পারায় আমি খুব হতাশ হয়েছিলাম। তাই নামিবিয়ার বিরুদ্ধে কোহলী আমাকে বলল, আমি চাইলে তিনে ব্যাট করতে যেতে পারি। বিশ্বকাপে নিজের ছাপ রাখতে চেয়েছিলাম। সেই সুযোগ করে দেওয়ার জন্য কোহলীকে ধন্যবাদ।’’

ভারতীয় দলের হয়ে উপরের দিকে ব্যাট করলেও যে কোনও জায়গায় তিনি খেলতে তৈরি বলে জানিয়েছেন সূর্য। ডান হাতি ব্যাটার বলেন, ‘‘আমার নির্দিষ্ট কোনও জায়গা নেই। আইপিএল-এ গত তিন বছর ধরে তিন নম্বরে ব্যাট করতে নামি। তবে যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি। দলের প্রয়োজনে যেখানে আমাকে ব্যবহার করা হবে সেখানেই নিজের ১০০ শতাংশ দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Suryakumar Yadav india cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE