সরকারি কর্মচারীদের ক্রিকেট প্রতিযোগিতায় পরিবহণ ভবনকে হারিয়ে ফেডারেশন কাপ জিতে নিল স্বাস্থ্য ভবন। তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের উদ্যোগে ১৬টি রাজ্য সরকারি ভবনকে নিয়ে গত ১৮ জানুয়ারি এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। নকআউট এই প্রতিযোগিতার ফাইনাল খেলা বুধবার অনুষ্ঠিত হল সল্টলেকের বৈশাখী আবাসনের মাঠে।
ফাইনালে টসে জিতে পরিবহণ ভবন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। স্বাস্থ্য ভবন প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পরিবহণ ভবন ১০ ওভারে ১১৬ রান তোলে। স্বাস্থ্য ভবন ১৬ রানে জয়ী হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবহণ দফতরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ডিএইচএস হেল্থ স্বপন সোরেন, ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক উপস্থিত ছিলেন। তাঁরা জয়ী দলের অধিনায়কের হাতে জয়ের ট্রফি তুলে দেন।
প্রতাপ বলেন, ‘‘আমাদের সংগঠনের উদ্যোগে ১৬টি রাজ্য সরকারি ভবন থেকে ১৬টি দল গঠন করে ফেডারেশন কাপ ২০২৫ নামক যে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তা সফল হয়েছে। এ বার জেলা স্তরেও এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে। আমাদের উদ্দেশ্য এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা। যাতে তাঁরা সরকারের ভাল কাজ সমন্বয়ের ভিত্তিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।’’