ইয়ো ইয়ো, ব্রঙ্কো পরীক্ষার পর ভারতীয় দলে নতুন ফিল্ডিং ড্রিল। দুবাইয়ে এশিয়া কাপের মধ্যেই সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যদের ফিল্ডিংয়ের দক্ষতা বাড়াতে শুরু হল ‘গোলকিপার্স ড্রিল’। ফিল্ডিং কোচ টি দিলীপের তত্ত্বাবধানে পাকিস্তান ম্যাচের আগে চলছে অভিনব অনুশীলন।
অনেক সময় দু’জন ফিল্ডারের মধ্যে অনেকটা ফাঁকা জায়গা থাকে। সেই ফাঁক ব্যবহার করে রান তোলেন প্রতিপক্ষ দলের ব্যাটারেরা। ক্যাচ আউটের সুযোগও নষ্ট হয়। দুই ফিল্ডারের মধ্যের সেই ফাঁক কমানোর লক্ষ্যে ‘গোলকিপার্স ড্রিল’ শুরু করেছেন দিলীপ।
অনেকটা ফুটবলের গোল পোস্টের মাপের জাল লাগানো হচ্ছে। তার সামনে দাঁড়াচ্ছেন ক্রিকেটারেরা। দিলীপ ব্যাট দিয়ে বল মারছেন সেই জাল লক্ষ্য করে। গোলরক্ষকের মতো লাফিয়ে, ঝাঁপিয়ে বল আটকাতে হচ্ছে ক্রিকেটারদের। বল শূন্য থাকলে ধরতে হচ্ছে ক্যাচ। ফুটবলে গোলরক্ষক যে ভাবে দূরপাল্লার শট, পেনাল্টি আটকান, অনেকটা সে ভাবে বল আটকাতে হচ্ছে ক্রিকেটারদের। এর ফলে দু’জন ফিল্ডারের মধ্যে ফাঁক কিছুটা কমিয়ে ফেলা সম্ভব হবে এবং ফিল্ডারদের পাশ দিয়ে বল চলে যাওয়ার সম্ভাবনা কমবে।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, হার্দিক, শুভমন গিল, রিঙ্কু সিংহদের জালের সামনে দাঁড় করিয়ে তাঁদের দু’দিকে শট মারছেন দিলীপ। ডান বা বাঁ দিকে ঝাঁপিয়ে বল আটকাচ্ছেন ক্রিকেটারেরা। শরীর ছুড়ে হার্দিকের ধরা একটি ক্যাচ দেখে উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করতে পারেননি দিলীপ। দৌড়ে গিয়ে হার্দিককে জড়িয়ে ধরেন। হার্দিককে অভিনন্দন জানান শিবম দুবেও। একটি ক্যাচ অবশ্য হার্দিক ধরতে পারেননি। নতুন ধরনের অনুশীলন নিয়ে হার্দিক বলেছেন, ‘‘ঝাঁপিয়ে বল আটকানোর বা ক্যাচ ধরার চেষ্টা করছি। পরায় এক জায়গায় দাঁড়িয়ে দ্রুত অনুমান করে বলের কাছে পৌঁছোনোর চেষ্টা করছি।’’
শুভমনও ডান এবং বাঁ দিকে ঝাঁপিয়ে দু’টি করে ক্যাচ ধরেছেন। দিলীপের মুখে তাঁরও প্রশংসা শোনা গিয়েছে। রিঙ্কুকে দেখেও সন্তোষ প্রকাশ করেছেন ফিল্ডিং কোচ। তবে জালের মাপ দেখে কিছুটা ঘাবড়ে যান অভিষেক শর্মা। দিলীপের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘‘এটা একটু বেশিই বড় না?’’ উত্তরে দিলীপ হাসি মুখে তাঁকে বলেন, ‘‘চেষ্টা কর, তুমি পারবে।’’
আরও পড়ুন:
ফিল্ডিং দক্ষতা বৃদ্ধির নতুন ধরনের অনুশীলন উপভোগ করেছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। শুক্রবার উইকেটরক্ষকদের নিয়েও কিছু ক্ষণ সময় কাটিয়েছেন দিলীপ। পাকিস্তান ম্যাচের আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না ভারতীয় শিবির।