Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mohammed Shami

T20 World Cup: রবিবার ‘গদ্দারি’-র জবাব দিতে ফুটছেন শামি, নিজেকে নিংড়ে দিলেন অনুশীলনে

পাকিস্তানের কাছে হারের পর ‘গদ্দার’ অপবাদ শুনতে হয়েছে শামিকে। বিসিসিআই, সচিন, ইরফান, চহাল, ইউসুফ পাঠানরা শামির সমর্থনে এগিয়ে আসেন।

অনুশীলনে শামি।

অনুশীলনে শামি। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১১:৪৮
Share: Save:

পাকিস্তানের কাছে ভারতের ১০ উইকেটে হারের পর তাঁকে ‘গদ্দার’ অপবাদ শুনতে হয়েছে। সমালোচনা গায়ে মাখেননি মহম্মদ শামি। শুধু তাই নয়, রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ফুটছেন ভারতীয় দলের এই জোরে বোলার।

বিরাট কোহলীদের নেটে অনুশীলন করার ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন শামি। সেখানে লিখেছেন, ‘আরও একবার নিজেকে নিংড়ে দেওয়ার জন্য নেমেছি। খুব ফলপ্রসূ একটা অনুশীলন সেশন হল। আমাদের তরুণ, প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে কথা বলে খুব ভাল লাগল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছিলেন শামি। ভারতের ৭ উইকেটে ১৫১ রান ১৩ বল বাকি থাকতে একটিও উইকেট না হারিয়ে তুলে নেয় পাকিস্তান। ভারতীয় বোলারদের মধ্যে শামিই সবথেকে বেশি মার খেয়েছেন। রবিবার ম্যাচ শেষ হওয়ার পরেই শামির উদ্দেশে কুরুচিকর মন্তব্য শুরু হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, ইরফান পাঠান, যুজবেন্দ্র চহাল, ইউসুফ পাঠান একেএকে শামির সমর্থনে এগিয়ে আসেন।

এমনকী যাঁর হাতে সবথেকে বেশি মার খেয়েছিলেন, সেই পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ানও শামির পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে টুইট করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE