বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের ছাপিয়ে পাকিস্তান ক্রিকেটে হঠাৎ আলোচনার কেন্দ্রে চলে এসেছেন হাসান আলি। আর এটিই সবথেকে বেশি চিন্তায় রেখেছে পাকিস্তান অধিনায়ক বাবরকে।
বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারতে হয়েছে পাকিস্তানকে। এই ম্যাচে মোক্ষম সময়ে ক্যাচ ফস্কান হাসান। তখনই তাঁকে মানসিক ভাবে বিপর্যস্ত মনে হয়। এরপর পাকিস্তান হারতেই টুইটার, ফেসবুকে তাঁকে তুলোধনা করছেন পাকিস্তানী সমর্থকরা।
ম্যাচের পর হারার কারণ হিসেবে হাসানের ক্যাচ ফস্কানোকেই তুলে ধরেন বাবর। কিন্তু তারপরেও তিনি বলেন, মানসিক ভাবে হাসানকে চাঙ্গা করাই এখন তাঁর প্রথম ও প্রধান কাজ।