Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Ravi Shastri

T20 World Cup 2021: কোহলীর টুইটে ফের বেজে উঠল শাস্ত্রীয় সঙ্গীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গিয়েছে ভারতের। একইসঙ্গে শেষ হয়ে গিয়েছে রবি শাস্ত্রীর সময়ও। ফলে বিরাট কোহলীর সঙ্গে তাঁর যে রসায়ন ছিল, সেটাও ভাঙতে চলেছে।

শাস্ত্রীদের নিয়ে টুইট কোহলীর।

শাস্ত্রীদের নিয়ে টুইট কোহলীর। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ১৬:০৯
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গিয়েছে ভারতের। একইসঙ্গে শেষ হয়ে গিয়েছে রবি শাস্ত্রীর সময়ও। ফলে বিরাট কোহলীর সঙ্গে তাঁর যে রসায়ন ছিল, সেটাও ভাঙতে চলেছে। শুধু তাই নয়, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও মেয়াদ শেষ।

বিদায়বেলায় তিনজনকেই আগামী দিনের জন্য শুভেচ্ছা জানালেন কোহলী। বুধবার তিনটি ছবি পোস্ট করে টুইটে তিনি লিখেছেন, ‘অসাধারণ সব স্মৃতি এবং দল হিসাবে একসঙ্গে যে যাত্রার শরিক আমরা ছিলাম তার জন্য অনেক ধন্যবাদ। আপনার অবদান অসামান্য এবং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সারা জীবন মনে রাখা হবে। আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে’।

কোহলী নিজেও টি২০ ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামও দেওয়া হয়েছে তাঁকে। রবি শাস্ত্রীর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা এখনও জানা নেই। শোনা যাচ্ছে, আইপিএল-এ নবাগত আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির কোচ হতে পারেন তিনি। তারপর জুলাইতে ভারত-ইংল্যান্ড টেস্টে ধারাভাষ্য দিতে পারেন শাস্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravi Shastri Virat Kohli Bharat Arun BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE