Advertisement
E-Paper

চোখের জল ধরে রাখতে পারলেন না রোহিত! বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ভেঙে পড়লেন নেতা

নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে ডাগআউটে বসে কেঁদে ফেললেন তিনি। তাঁকে সান্ত্বনা দিলেন কোচ রাহুল দ্রাবিড়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৭:১৫
হারের পরে চোখে জল রোহিতের।

হারের পরে চোখে জল রোহিতের। ছবি: ভিডিয়ো থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা। কেঁদে ফেললেন ভারত অধিনায়ক। তাঁকে সান্ত্বনা দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু তার পরেও নিজেকে আটকাতে পারছিলেন না রোহিত। মাথা নিচু করে ডাগআউটে বসে থাকতে দেখা গেল তাঁকে।

সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হার হয়েছে ভারতের। খেলা শেষ হওয়ার পরে দেখা যায় ডাগআউটে চুপচাপ বসে রয়েছেন রোহিত। তাঁর চোখে জল। রোহিতের সামনে বসেছিলেন ঋষভ পন্থ। তিনি রোহিতের সঙ্গে কথা বলছিলেন। তাতেও শান্ত হননি রোহিত। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, কতটা হতাশ ও ক্ষুব্ধ তিনি। হার মেনে নিতে পারছিলেন না। রোহিতকে বসে থাকতে দেখে তাঁর কাছে আসেন দ্রাবিড়। রোহিতের পিঠে হাত রাখেন ভারতের কোচ। তাঁকে সান্ত্বনা দেন। বেশ কিছু ক্ষণ দ্রাবিড়ের সঙ্গে কথা বলেন রোহিত। তার পরে কিছুটা শান্ত হন তিনি। কিন্তু ক্যামেরা তাঁর দিকে ধরলেই দেখা যাচ্ছিল, রোহিতের চোখ চিকচিক করছে। হারের হতাশা বার বার ধরা পড়ছিল রোহিতের চোখেমুখে।

ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তেই খেলা ভারতের হাত থেকে ছিনিয়ে নেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। খেলা যত ইংল্যান্ডের হাতের মুঠোয় যেতে থাকে, তত হতাশ হতে দেখা যায় রোহিতকে। মাঠেই রেগে যেতে থাকেন তিনি। বার বার বোলারদের সঙ্গে কথা বলেন। কিন্তু কিছুতেই উইকেট আসছিল না। ফিল্ডিংয়েও অনেক ভুল করছিলেন ভারতীয় ব্যাটাররা। তখনও হতাশ হতে দেখা যাচ্ছিল রোহিতকে। মাঠেও নিজেকে আটকে রাখতে পারছিলেন না তিনি। খেলা শেষে মাঠের বাইরেও নিজেকে আটকে রাখতে পারলেন না রোহিত।

২০১৯ সালের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরে যাওয়ার পরেও কেঁদেছিলেন রোহিত। সে বারের বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন তিনি। ভারতকে সেমিফাইনালে তোলার পিছনে তাঁর সব থেকে বড় অবদান ছিল। কিন্তু সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হেরে ছিটকে যায় ভারত। তাই নিজেকে ধরে রাখতে পারেননি রোহিত। আরও এক বার সেই ছবি দেখা গেল।

Rohit Sharma T20 World Cup 2022 Indian Cricket team Rahul Dravid
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy