Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Virat Kohli

অস্ট্রেলিয়ায় কোহলির ‘বাড়ি’! ভারতকে জিতিয়ে ঠিকানাও বলে দিলেন বিরাট

দল জিতছে। নিজেও রান পাচ্ছেন। বিশ্বকাপ দারুণ উপভোগ করছেন কোহলি। মাহেলা জয়বর্ধনের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙেছেন। চলতি বিশ্বকাপেও তিনি সর্বোচ্চ রান শিকারি।

বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানের পর কোহলি। বুধবার অ্যাডিলেডে।

বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানের পর কোহলি। বুধবার অ্যাডিলেডে। ছবি: আইসিসি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ১৯:০৬
Share: Save:

হারানো সুর ফিরে পেতেই আবার অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন বিরাট কোহলি। এশিয়া কাপে ফিরে পাওয়া ছন্দে মাতাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চও। বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচেও তিনি সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন। দলের জয় এবং নিজের ব্যাটিংয়ে খুশি ভারতের প্রাক্তন অধিনায়ক। জানিয়ে দিলেন অতীতটা অতীতই।

অ্যাডিলেড নিয়ে উচ্ছ্বাস গোপন করেননি ভারত-বাংলাদেশ ম্যাচের সেরা খেলোয়াড়। কোহলি বলেছেন, ‘‘এই মাঠে খেলতে আমার সব সময়ই ভাল লাগে। নেটে ঢুকলেই মনে হয় যেন নিজের ঘরে ঢুকছি। এই ইনিংসটা মেলবোর্নে খেলতে পারলে আলাদা অর্থ থাকত। অ্যাডিলেডে সব সময়ই ব্যাটিং খুব উপভোগ করি।’’

গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয় নিয়ে কোহলি মজা করে বলেছেন, ‘‘খুব হাড্ডাহাড্ডি লড়াই হল। এতটা হাড্ডাহাড্ডি লড়াই অবশ্য আমরা পছন্দ করি না।’’ নিজের পারফরম্যান্সেও তৃপ্ত কোহলি। এ নিয়ে বলেছেন, ‘‘মনে হয় ব্যাট হাতে আরও একটা ভাল দিন কাটাতে পারলাম। যখন মাঠে নেমেছিলাম একটু চাপ ছিল। নিজের মতো খেলার চেষ্টা করেছি। বল ভাল দেখতে পাচ্ছিলাম। উইকেটে গতি বেশ ভাল ছিল। এমন গতিই আমার পছন্দ।’’

বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ বল খেলে ৬৪ রানে অপরাজিত থাকেন কোহলি। আটটি চার এবং একটি ছয় মেরেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও কোহলিই ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁর দাপুটে ইনিংসের সুবাদে ভারত করে ৬ উইকেটে ১৮৪ রান। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিই হলেন সর্বোচ্চ রান শিকারি। ৪টি ম্যাচ খেলে কোহলি করেছেন ২২০ রান। সর্বোচ্চ অপরাজিত ৮২। স্ট্রাইক রেট ১৪৪.৭৩। গড় ২২০। এখনও পর্যন্ত তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সেই তিনটি ইনিংসেই অপরাজিত তিনি। বিশ্বকাপে তাঁকে আউট করতে কার্যত হিমশিম খাচ্ছেন বিভিন্ন দেশের বোলাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE