Advertisement
০২ মে ২০২৪
T20 World Cup 2022

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে হেরে কৈফিয়ত দিলেন বাবর, ময়নাতদন্ত করতে বসবেন গোটা দল নিয়ে

শেষ বলে মাত্র ১ রান করেই থামল পাকিস্তান। তাতেই হার বাবরদের। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে হেরে কী বললেন পাকিস্তানের অধিনায়ক?

সেমিফাইনালে যাওয়া কঠিন করে ফেলল পাকিস্তান।

সেমিফাইনালে যাওয়া কঠিন করে ফেলল পাকিস্তান। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ২০:৫৭
Share: Save:

অঘটনের হার পাকিস্তানের। জ়িম্বাবোয়েকে ১৩০ রানে আটকে রেখেও হেরে গেলেন বাবর আজ়মরা। শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল তাঁদের। কিন্তু মাত্র ১ রান করেই থামল পাকিস্তান। এমন হারের জন্য ব্যাটিংকেই দুষলেন বাবর। পরের ম্যাচে ফিরে আসার কথা বললেন তিনি।

ভারতের পর জ়িম্বাবোয়ের কাছেও হেরে সেমিফাইনালে যাওয়া কঠিন করে ফেলল পাকিস্তান। দলের এমন হারের পর অধিনায়ক বাবর বলেন, “দলের খেলা খুব হতাশাজনক। ব্যাটিং একদমই ভাল হয়নি। প্রথম ৬ ওভারে খুব খারাপ ব্যাটিং করেছি আমরা। শাদাব খান এবং শান মাসুদ জুটি গড়েছিল। শাদাবের আউট হয়ে যাওয়াটা খুব দুর্ভাগ্যজনক। এর পরেই একের পর এক উইকেট পড়তে থাকে। ব্যাটারদের উপর চাপ বাড়তে থাকে। শেষের দিকটা ভাল হচ্ছিল। দলের সবার সঙ্গে বসব। এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নেব। পরের ম্যাচে দাপটের সঙ্গে ফিরে আসব আমরা।”

শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বলেই ৩ রান মহম্মদ নওয়াজ়। দ্বিতীয় বলে ৪ মারেন মহম্মদ ওয়াসিম। এমন অবস্থায় ৪ বলে ৪ রান দরকার ছিল পাকিস্তানের। তৃতীয় বলে মাত্র ১ রান হয়। চতুর্থ বলে রান হয়নি। পঞ্চম বলে মারতে গিয়ে উইকেট দিয়ে দেন নওয়াজ়। শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। সেটাই করতে পারলেন না বাবররা। ১ রান নেওয়ার পরই রান আউট হয়ে যান শাহিন শাহ আফ্রিদি। আর একটু হলে যদিও জ়িম্বাবোয়ের উইকেটরক্ষক রেগিস চাকাভা বলটা ফস্কেছিলেন। শেষ মুহূর্তে কোনও মতে বলটি উইকেটে লাগান তিনি। ম্যাচ জিতে নেয় জ়িম্বাবোয়ে।

গত রবিবার ভারতের বিরুদ্ধে হেরে যায় পাকিস্তান। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৯ রান তুলেছিল পাকিস্তান। সেই ম্যাচেও শেষ বলে গিয়ে হেরেছিল তারা। বিরাট কোহলি ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE