প্রথম ম্যাচের মতো ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও দলে ছিলেন না বিরাট কোহলি। কিন্তু তার পরেও মাঠে নেমে পড়লেন তিনি। পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ চলাকালীন দেখা গেল এই ঘটনা। কেন মাঠে নামলেন তিনি?
পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দলের প্রথম একাদশের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও যুজবেন্দ্র চহালকে বিশ্রাম দেওয়া হয়েছে। কোহলি আগের ম্যাচেও বিশ্রামে ছিলেন। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পরে দেখা যায়, বাউন্ডারির ধারে দাঁড়িয়ে অনুশীলন করছেন কোহলি। তার পরেই মাঠে নামেন তিনি। বেশ কিছু ক্ষণ ফিল্ডিং করেন তিনি। সেই সময় ভারতীয় দলের কোনও ক্রিকেটার মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। তার বদলে মাঠে নামেন কোহলি।
Rohit sharma & Virat kohli during fielding in practice match. pic.twitter.com/d9Qt8byx7j
— Cricpedia (@_Cricpedia) October 13, 2022
আরও পড়ুন:
কেন প্রথম প্রস্তুতি ম্যাচে কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল সেই প্রশ্ন করা হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। এই প্রশ্নের জবাবে মজা করে অশ্বিন জানান, তিনি রাহুল দ্রাবিড় নন। একমাত্র দ্রাবিড়ই এর কারণ জানাতে পারবেন। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতের হয়ে মাঠে নামবেন কোহলি।