রোহিতদের হুঁশিয়ারি। ফাইল ছবি
মহারণের এক দিন আগে ভারতকে সরাসরি হুমকি দিয়ে রাখল পাকিস্তান। দলের সহ-অধিনায়ক শাদাব খান পরিষ্কার জানিয়ে দিলেন, গত বছরের মতো এ বারও ভারতের বিরুদ্ধে ভাল ফল করতে মরিয়া তারা। বিশ্বকাপের শুরুতেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে শাদাব বলেছেন, “সাম্প্রতিক কালে আমরা বেশ ভাল খেলছি। দল হিসাবে ভাল খেললে অনেকটা আত্মবিশ্বাস পাওয়া যায়। আশা করি রবিবারও সেই ছন্দ ধরে রাখতে পারব। ভারতের বিরুদ্ধেও সম্প্রতি আমরা খেলেছি। তাই রবিবারের ম্যাচেও সেটা দেখা যেতে পারে।”
বল হাতে শাদাবের বোলিং বিপক্ষকে সমস্যায় ফেলে। ব্যাট হাতে দরকারে রান করতে পারেন। ভারত ম্যাচেও দলের সুবিধা অনুযায়ী যে কোনও জায়গায় খেলতে তৈরি তিনি। বলেছেন, “দলের সুবিধার্থে অতীতেও আগে ব্যাট করতে নেমেছি। সেখানেও ভাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। মহম্মদ নওয়াজ়েরও ব্যাপারটা একই। আমরা দু’জনেই যে কোনও জায়গায় ব্যাটিং করতে পছন্দ করি। বল করার ক্ষেত্রেও কোনও পছন্দ-অপছন্দের ব্যাপার নেই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy