Advertisement
২৯ মার্চ ২০২৩
T20 World Cup 2022

ভাগাভাগি হয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ! ফাইনালে উঠেও কি ‘জয়’ অধরাই থাকবে

ভারতীয় সময় রবিবার দুপুর ১.৩০ মিনিটে শুরু ফাইনাল। তার ৩০ মিনিট আগে দুপুর ১টায় টস করবেন দুই অধিনায়ক বাটলার এবং বাবর। শেষ পর্যন্ত হয়তো ট্রফি ভাগাভাগি হয়ে যেতে পারে।

রবিবার মেলবোর্নে ট্রফির লড়াইয়ে বাটলারের ইংল্যান্ডের মুখোমুখি বাবরের পাকিস্তান।

রবিবার মেলবোর্নে ট্রফির লড়াইয়ে বাটলারের ইংল্যান্ডের মুখোমুখি বাবরের পাকিস্তান। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৪:৫২
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলতে দু’দলই পৌঁছে গিয়েছে মেলবোর্ন। বাবর আজ়ম, জস বাটলারদের পিছু নিয়েছেন আরও এক জন। তাঁর নাম ‘উলুওয়েড’। টি-টোয়েন্টি ক্রিকেটের উত্তাপ থেকে নিজেকে দূরে রাখতে চান না তিনিও।

Advertisement

একলাখি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার আঁচ তুঙ্গে। আঁচ পোহাতে চাইছেন ক্রিকেট লক্ষ্মীও। চঞ্চলা লক্ষ্মী যাতে রুষ্ট হন, তা নিশ্চিত করতে এক যোগে কোমর বেঁধেছে বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া এবং আইসিসি।

কখন খেলা শুরু হবে? বিশ্বকাপের সূচি বলছে ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে শুরু ফাইনাল। তার ৩০ মিনিট আগে অর্থাৎ, দুপুর ১টায় টস করবেন দুই অধিনায়ক বাটলার এবং বাবর। এই পর্যন্ত সব কিছুই নির্দিষ্ট রয়েছে। আয়োজকরা প্রস্তুত। ফাইনাল ঘিরে থাকছে কড়া নিরাপত্তার আয়োজন। টিকিট বা অনুমতি ছাড়া স্টেডিয়ামের কাছাকাছিও পৌঁছতে পারবেন না কেউ। কিন্তু নিশ্চিত নয় কিছুই। কারণ রবিবারে মেলবোর্নে উলুওয়েডের উপস্থিতি। তাঁর খেলা দেখার ইচ্ছাই নিভিয়ে দিতে পারে ক্রিকেট উত্তাপের আঁচ। যাঁকে ঠেকানোর ক্ষমতা নেই অস্ট্রেলীয় সেনারও!

উলুওয়েডকেই ভয় পাচ্ছেন আইসিসি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। ভয় পাচ্ছেন বাটলার, বাবররাও। তাঁরা ২২ গজে ব্যাট হাতে ঝড় তুলতে পারবেন কিনা তা নির্ভর করবে উলুওয়েডের মর্জির উপর। কে এই উলুওয়েড? তাঁর এই ভয়ানক ক্ষমতার উৎস কী? তিনি আর কেউ নন, অস্ট্রেলিয়ার বরুণদেব। যিনি ক্রিকেট লক্ষ্মীর আশা ভঙ্গ করতে রণসজ্জায় সজ্জিত।

Advertisement

কেমন সেই রণসজ্জা? অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা ১০০ শতাংশ। মেলবোর্নে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। প্রায় সারা দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে রবিবার। জলমগ্ন হতে পারে শহরের একাধিক রাস্তা। দুপুরের পর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ১৬ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার বৃষ্টির জন্য ফাইনাল না হলে খেলা হবে সোমবার। সেমিফাইনাল এবং ফাইনালের জন্য আগেই অতিরিক্ত দিন হাতে রেখেছে আইসিসি। রবিবার যদি কিছুটাও খেলা হয়, সোমবার তার পর থেকে বাকি খেলা হবে। ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে খেলতেই হবে দু’দলকে। সাধারণত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৫ ওভার করে দু’দলকে ব্যাট করতেই হয় ফলাফলের জন্য। বিশ্বকাপের জন্য তা করা হয়েছে ১০ ওভার। সুতরাং, রবিবার বৃষ্টিতে খেলা বাতিল হলে সোমবার ম্যাচ হবে।

মেলবোর্নের সোমবারের আকাশেও থাকবে কালো মেঘের দাপট। অস্ট্রেলিয়ার আবহবিদরা জানিয়েছেন, ১৪ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ। ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সকাল এবং দুপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বিকালের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ বেড়ে হতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ১৯ এবং ১৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, সে দিনও খেলা হওয়া নিশ্চিত নয়।

বৃষ্টির জন্য ফাইনাল খেলা সম্ভব না হলে, আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। একক ভাবে চ্যাম্পিয়ন হওয়া হবে না বাবর বা বাটলারদের। ফাইনালে উঠেও দু’দলেরই অধরা থেকে যাবে জয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.