চতুর্থ টেস্ট খেলতে লন্ডন থেকে ম্যাঞ্চেস্টারে পৌঁছে গেল ভারতীয় দল। শনিবার দুপুরে গোটা দল ম্যাঞ্চেস্টারে পৌঁছেছে। বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকেই। নির্ধারিত প্ল্যাটফর্ম দিয়ে না বেরিয়ে ঘুরপথে টিম বাস ধরতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেলেন ক্রিকেটারেরা। প্রায় ৩০০ মিটার হেঁটে বাস ধরতে হয়েছে তাঁদের। এ দিকে, চতুর্থ টেস্ট থেকে ছিটকে যেতে পারেন অর্শদীপ। যদিও তিনটি টেস্টের কোনওটিতেই খেলেননি তিনি।
ট্রেন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, সে দিক দিয়ে বেরোয়নি ভারতীয় দল। পিছনের দরজা দিয়ে বেরোন ক্রিকেটারেরা। ফলে বৃষ্টিতে ৩০০ মিটার হেঁটে টিম বাসে পৌঁছতে হয়। বাসে মালপত্র তুলতে গিয়ে আরও খানিকটা ভিজতে হয়েছে। তার পর গোটা দলকে নিয়ে হোটেলের উদ্দেশে রওনা দেয় বাস।
লর্ডসে হারের পরেও চার দিন লন্ডনে ছিল দল। তার মধ্যে বেকেনহামে একদিন অনুশীলনও করেছে তারা। কেএল রাহুল ছাড়া সকলেই সেই অনুশীলনে হাজির হয়েছিলেন। ঋষভ পন্থ, আকাশদীপ এবং মহম্মদ সিরাজ হালকা অনুশীলন করেন। বাকিরা সকলেই পুরোদস্তুর প্রস্তুতি সারেন।
রবিবার থেকেই ম্যাঞ্চেস্টারে অনুশীলনে নামবে ভারত। আগামী বুধবার, ২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। তবে রবিবারের অনুশীলন হবে রুদ্ধদ্বার। সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি নেই। ২১ জুলাই থেকে অনুশীলন দেখার সুযোগ থাকছে।
লন্ডনে যে রকম গরম আবহাওয়া ছিল, ম্যাঞ্চেস্টারের আবহাওয়া তার থেকে অনেকটাই আলাদা। বৃষ্টি হচ্ছে গত কয়েক দিন ধরেই। ম্যাচের দিনগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুব বেশি সময় নষ্ট হওয়ার কথা নয়। যদিও ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে পূর্বাভাস করতে রাজি নন কেউই।
আরও পড়ুন:
এ দিকে, বৃহস্পতিবার অনুশীলনে চোট পেয়েছিলেন অর্শদীপ। সাই সুদর্শনের শট আটকাতে গিয়ে হাত কেটে যায় তাঁর। হাতে সেলাই পড়েছে। চতুর্থ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। সমস্যা রয়েছে আকাশদীপকে নিয়েও। তিনি বেকেনহামে অনুশীলন করেননি। সূত্রের খবর, তাঁর কুঁচকির চোট এখনও সারেনি।