বুধবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের শেষে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের টিকিটের ন্যূনতম মূল্য বৃদ্ধির কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সে কথাই সত্যি হল। গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে টিকিটের ন্যূনতম দাম। চলতি বছরে সর্বনিম্ন টিকিটের মূল্য হয়েছে ৯০০ টাকা, যা গত বছরে ছিল
৭৫০ টাকা।
বৃহস্পতিবার রাতে ভারতীয় বোর্ডের অনুমোদন এসে যাওয়ায় শুক্রবার থেকেই হয়তো টিকিট বিক্রি শুরু হবে। শুধু টিকিটের ন্যূনতম দাম নয়, কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার ও লোয়ার টিয়ারের টিকিটের মূল্যও অনেকটাই বেড়ে গিয়েছে। এ দিকে রামনবমীর দিনে ইডেনে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচের তারিখের কোনও পরিবর্তন করা হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)