ভারত-পাকিস্তান ম্যাচে নতুন বিতর্ক। টস হেরেও টস জিতে গেলেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা। ম্যাচ রেফারি দক্ষিণ আফ্রিকার শ্যান্ড্রে ফ্রিৎজের ভুল বুঝতে পারলেন না ভারতের হরমনপ্রীত কৌরও। ফলে সমস্যা হয়নি কোনও।
মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টসের কয়েন শূন্য ছুড়ে ছিলেন হরমনপ্রীত। কয়েন শূন্য উঠে যাওয়ার পর পাক অধিনায়ক ফতিমা বলেন ‘টেল’। কয়েন মাটিতে পরার পর ম্যাচ রেফারি ফ্রিৎজ এগিয়ে এসে দেখে বলেন ‘হেড’ পড়েছে। ফতিমা তুমি জিতেছ। অথচ কেউ প্রতিবাদ করেননি। সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালিকাও বলেন, ফতিমা ‘হেড’ বলেছেন এবং ‘হেড’ পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘‘ফতিমা আপনারা প্রথমে কী করতে চান?’’ পাক অধিনায়ক বলেন, ‘‘আমরা ফিল্ডিং করব।’’
বিস্ময়কর ভাবে হরমনপ্রীতও কোনও প্রতিবাদ করেননি। ম্যাচ রেফারি এবং সঞ্চালিকার ভুল বুঝতে পারেননি। ফতিমাও যে টস হেরেও বিষয়টি সম্পূর্ণ গুলিয়ে দিয়েছেন, তা-ও বুঝতে পারেননি। হরমনপ্রীত ততক্ষণে পাক অধিনায়কের সঙ্গে হাত মেলানো এড়াতে একটু অন্য দিকে সরে গিয়েছেন। ফলে ফতিমা টস হেরেও জিতে যান। হরমনপ্রীত টস জিতেও হেরে যান। গোটা ঘটনা ধরা পড়েছে টসের সময়কার ভিডিয়োতে। যা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।
আরও পড়ুন:
এশিয়া কাপের পর মহিলাদের এক দিনের বিশ্বকাপের ভারত-পাক ম্যাচও বিতর্কের বাইরে রইল না। খেলা শুরুর আগেই টস ঘিরে তৈরি হয়ে গেল বিতর্ক। ম্যাচ রেফারি ফ্রিৎজের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। পাক অধিনায়ক ফতিমার সততা নিয়েও প্রশ্ন তৈরি হল। তিনি টস হেরেও চুপ থেকে অনৈতিক সুবিধা নিলেন। ভারত অধিনায়ক হরমনপ্রীত এবং সঞ্চালিকার মনঃসংযোগ নিয়েও প্রশ্ন থাকল। তাঁরাও কি ফতিমার ‘টেল’ বলা শুনতে পাননি?