Advertisement
E-Paper

আমেরিকার হয়ে শতরান ভারতের বিশ্বকাপজয়ী ব্যাটারের, সেঞ্চুরি কোহলির প্রাক্তন সতীর্থেরও

কানাডার বিরুদ্ধে এক দিনের ম্যাচে ১৬৯ রানে জয় পেয়েছে আমেরিকা। এই ম্যাচে আমেরিকার হয়ে শতরান করলেন দুই ভারতীয় স্মিত পটেল এবং মিলিন্দ কুমার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৫:৩৭
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

কানাডার বিরুদ্ধে এক দিনের ম্যাচে আমেরিকার হয়ে শতরান করলেন দুই ভারতীয়। ওপেনার স্মিত পটেল করেছেন ১৫২ রান। ২০১২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। মিলিন্দ কুমার করেছেন ১১৫ রান। তিনি আইপিএলে বিরাট কোহলির প্রাক্তন সতীর্থ। দুই শতরানকারীই অপরাজিত ইনিংস খেলেছেন।

এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লিগ ২-র ম্যাচে মুখোমুখি হয়েছিল আমেরিকা এবং কানাডা। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ৩৬১ রান করে আমেরিকা। ওপেনার স্মিত ১৩৭ বলে ১২টি চার এবং চারটি ছয়ের সাহায্যে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্য ওপেনার আন্দ্রেস গউস (৪) আউট হলেও সমস্যা হয়নি। তিন নম্বরে নেমে অধিনায়ক মনাঙ্ক পটেল হাল ধরেন। তিনি করেন ৪৭ রান। পাঁচ নম্বরে নেমে ৬৭ বলে ১১৫ রানের আগ্রাসী ইনিংস খেলেন মিলিন্দ। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার এবং ৫টি ছক্কা। চতুর্থ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে স্মিত-মিলিন্দ তোলেন ২০৮ রান। জবাবে ৪৬.২ ওভারে ১৯২ রানে শেষ হয়ে যায় কানাডার ইনিংস। ১৬৯ রানে ম্যাচ জিতে নেয় আমেরিকা।

সিনিয়র জাতীয় দলে সুযোগ না পাওয়ায় ২০২১ সালে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। আমেরিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন। বরোদা, গুজরাত, গোয়া এবং ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন পশ্চিমাঞ্চলের। আমেরিকার হয়ে এখনও পর্যন্ত ১৩টি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন স্মিত।

আদতে দিল্লির ক্রিকেটার মিলিন্দ আইপিএল খেলেছেন দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। এক দিনে ক্রিকেটে দ্বিতীয় শতরান করলেন তিনি। আমেরিকার হয়ে ১৫টি এক দিনের ম্যাচ এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কোহলির প্রাক্তন সতীর্থ। ৩৪ বছরের ব্যাটার দিল্লি, ত্রিপুরা এবং সিকিমের হয়ে মোট ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৯টি শতরান রয়েছে তাঁর। ২০২১ সালে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

USA Canada ODI century Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy