গুজরাতের বিরুদ্ধে ১৪ বছরের বৈভব সূর্যবংশীর শতরান দেখার পর অনেকেই তাকে ভবিষ্যতের তারকা হিসাবে বেছে নিয়েছেন। আইপিএলে নজর কাড়লেও ভারতের হয়ে অবশ্য এখনই খেলা হবে না বৈভবের। আইসিসি-র একটি নিয়মের কারণেই নীল জার্সি গায়ে চাপাতে পারবে না সে। একটি আশার আলোও রয়েছে।
২০২০ সালে একটি নিয়ম তৈরি করেছিল আইসিসি। সেই নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে গেলে অন্তত ১৫ বছর বয়স হতেই হবে। বৈভবের বয়স এখন ১৪। আগামী বছর ২৭ মার্চ তার ১৫ বছর পূর্ণ হবে। ফলে বয়সের বিধিনিষেধে ভারতের হয়ে অভিষেক আটকে যেতে পারে তার।
একটি ব্যতিক্রমও রয়েছে। আইসিসি-র নিয়ম বলা আছে, কোনও খেলোয়াড়ের যদি পর্যাপ্ত অভিজ্ঞতা, মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকে, তা হলে ১৫ বছরের আগেই তার অভিষেকের অনুমতি দেওয়া হবে। তাই ভারতীয় বোর্ড যদি আইসিসি-কে অনুরোধ করে তা হলে বৈভবের অভিষেকে কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ আইসিসি-র চেয়ারম্যান এখন ভারতেরই জয় শাহ।
আরও পড়ুন:
আগামী এক বছরের মধ্যেই অভিষেক যে ভারতের হয়ে খেলবে এমন কথা বলা যাচ্ছে না। তাকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে কোনও ভাবনাচিন্তাও আপাতত করা হয়নি। পরের বছর যে হেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তাই বৈভবকে জাতীয় দলে জার্সি গায়ে কিছু ম্যাচে খেলানোর একটা সুযোগ দেওয়া হতে পারে।
এখনও পর্যন্ত সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে মারিয়ান ঘেরাসিমের। ১৪ বছর ১৬ দিন বয়সে অভিষেক হয়েছিল তাঁর। ভারতের সচিন তেন্ডুলকর ১৬ বছর ২০৫ দিন বয়সে প্রথম টেস্ট খেলেছিলেন।