Advertisement
E-Paper

প্রথম বলেই আউট বৈভব, ক্যাচ নিয়ে তর্ক আম্পায়ারের সঙ্গে, টেস্ট সিরিজ়‌েও অস্ট্রেলিয়াকে চুনকাম ভারতের

এক দিনের সিরিজ়ে জয় এসেছিল। এ বার অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দু’টি টেস্টেও জিতল ভারত। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে দু’টি সিরিজ়‌ে চুনকাম করে ফিরছেন ভারতের যুব দলের খেলোয়াড়েরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৩:১০
cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

এক দিনের সিরিজ়ে জয় এসেছিল। এ বার অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দু’টি টেস্টেও জিতল ভারত। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে দু’টি সিরিজ়‌ে চুনকাম করে ফিরছেন ভারতের যুব দলের খেলোয়াড়েরা। বুধবার দ্বিতীয় ম্যাচে ভারত জিতেছে ৭ উইকেটে। তবে প্রথম বলেই আউট হয়েছে বৈভব সূর্যবংশী। তার একটি আচরণ নিয়ে চর্চা শুরু হয়েছে।

বুধবার ৭ উইকেটে ১৪৪ নিয়ে খেলা শুরু করে ভারত। তারা অলআউট হয়ে যায় ১৭১ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও বড় ব্যাটিং ধসের সামনে পড়ে অস্ট্রেলিয়া। হেনিল পটেল এবং নমন পুষ্পকের বোলিংয়ের সামনে ১১৬ রানে অলআউট হয়ে যায় তারা। অ্যালেক্স লি ইয়ং (৩৮) বাদে আর কেউ বলার মতো রান পাননি।

জিততে ৮০ রান দরকার ছিল ভারতের। ১৩ রানে প্রথম উইকেট পড়ে। চার্লস লাচমুন্ডের বলে চালিয়ে খেলতে গিয়ে জুলিয়ান অসবোর্নের হাতে ক্যাচ দেয় বৈভব। রান পাননি আয়ুষ মাত্রে (১৩) এবং বিহান মলহোত্রও (২১)। তবে বেদান্ত ত্রিবেদী (অপরাজিত ৩৩) জিতিয়ে দেন ভারতকে।

এ দিকে, প্রথম ইনিংসে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বৈভব। প্রথম ইনিংসে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছিল সে। আম্পায়ার আউট দেওয়ার পর প্রতিবাদ করে বৈভব জানায়, বলের সঙ্গে সংযোগই হয়নি ব্যাটের। যদিও আম্পায়ার সেই আবেদনে কর্ণপাত করেননি।

মঙ্গলবারই বৈভবের একটি কাণ্ড প্রকাশ্যে এসেছিল। ব্রিসবেন থেকে ভোরবেলায় রাজস্থান রয়্যালসের এক কর্তাকে ফোন করেছিল ১৪ বছরের ক্রিকেটার। বিষয়টি খোলসা করেছেন রাজস্থানের ডিরেক্টর অফ হাই পারফরম্যান্স জ়ুবিন ভারুচা। তিনি জানিয়েছেন, গত ২২ সেপ্টেম্বর ভারতীয় সময় ভোর ৫টায় তাঁকে ফোন করেছিল বৈভব। সে দিন ব্রিসবেনে খেলা ছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। ‘টাইমস অফ ইন্ডিয়া’কে জ়ুবিন বলেন, “এই ছেলেটা আমাকে পাগল করে দেবে। আমি ওকে বলেছিলাম, বৈভব, ভারতে এখন ভোর। তুমি আমাকে কী দেখাতে ফোন করলে?”

জ়ুবিন জানিয়েছেন, অত ভোরে অস্ট্রেলিয়ার মাঠের ফ্লাডলাইট দেখাতে তাঁকে ফোন করেছিল বৈভব। ফ্লাডলাইটে সমস্যা হচ্ছিল তার। সেই অভিযোগটাই সে করতে চেয়েছিল। জ়ুবিন বলেন, “ও ক্যামেরাটা ফ্লাডলাইটের দিকে করে বলল, স্যর এই লাইটগুলো দেখতে পাচ্ছেন?”

জ়ুবিন জীবনে কোনও দিন ব্রিসবেনে যাননি। তাই প্রথমে তিনি ধরতে পারেননি, বৈভব কী দেখাতে চাইছে। রাজস্থানের কর্তা বলেন, “আমি ওকে বলি যে জীবনে কোনও দিন ব্রিসবেনে যাইনি। কিছু ক্ষণ পরে বুঝতে পারি, ও আমাকে ওখানকার ফ্লাডলাইট দেখাচ্ছে। বৈভব বলে, স্যর দেখুন, এখানে চারটে স্তম্ভ আছে। বলই দেখতে পাচ্ছি না।” বৈভবের কথা শুনে হেসে ফেলেন জ়ুবিন। তিনি জানিয়েছেন, ১৪ বছরের ক্রিকেটারের সারল্যে মুগ্ধ হয়েছেন তিনি। বৈভবের মনে হয়েছে, তিনি সমস্যার সমাধান করতে পারবেন। তাই ভোর ৫টাতেই ফোন করেছে সে।

Vaibhav Suryavanshi India U19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy