পুণেয় বেঙ্গসরকর ক্রিকেট অ্যাকাডেমিতে দশ বছর বয়সে খেলা শিখতে গিয়েছিল সে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল বরাবর। কিন্তু বাঁ-হাতি স্পিনার হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই যে পাঁচ উইকেট নিতে পারবেন, তা হয়তো কল্পনাও করতে পারেননি। তিনি ভিকি ওস্টওয়াল।
ভারতীয় ক্রিকেটের কর্নেলের কাছে ক্রিকেটের হাতেখড়ি ভিকির। কিন্তু প্রাক্তন তারকার নিয়মিত সময় দিতে পারতেন না। ফলে সেই ক্যাম্পের আর এক শিক্ষক মোহন যাদবই এই বাঁ হাতি স্পিনারকে তৈরি করার দায়িত্ব নেন।
ভিকিকে যে দিন প্রথম বার বেঙ্গসরকর দেখেছিলেন, মনে হয়েছিল ছেলেটি লম্বা রেসের ঘোড়া। আনন্দবাজারকে তিনি বলছিলেন, ‘‘ভিকির সবচেয়ে বড় গুণ, ও বল খুব ভাল ঘোরাতে পারে। সেই সঙ্গেই ফ্লাইট কম দেয়। জোরের উপরে স্পিন করাতে পারে বলেই ভিকি সফল।’’ যোগ করেন, ‘‘রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিক ক্রিকেটে সফল হয়েছে জোরের উপরে বল ঘোরাতে পারে বলে। ভিকির মধ্যেও সে রকম প্রতিভা দেখতে পেয়েছি।’’