Advertisement
E-Paper

একই দিনে পাঁচ নজির কোহলির, ভাঙলেন ওয়ার্নার, গেলের রেকর্ড, কমলা টুপিও এখন বিরাটের মাথায়

আইপিএলে প্রতি ম্যাচেই কোনও না কোনও নজির গড়েন বিরাট কোহলি। শনিবার ঘরের মাঠে চেন্নাই ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ম্যাচে কোহলি অর্ধশতরান করলেন। একই দিনে গড়লেন পাঁচটি নজির। কমলা টুপির মালিকও হলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ২১:৪৯
cricket

বিরাট কোহলি। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলে প্রতি ম্যাচেই কোনও না কোনও নজির গড়েন বিরাট কোহলি। শনিবার ঘরের মাঠে চেন্নাই ম্যাচেও তার ব্যতিক্রম হল না। কোহলি অর্ধশতরান করলেন। একই দিনে গড়লেন ছ’টি নজির। কমলা টুপির মালিকও হলেন।

১) আইপিএলে একটি দলের হয়ে ৩০০টি ছক্কা হল কোহলির। বেঙ্গালুরুর হয়ে ৩০০টি ছক্কা হয়ে গেল তাঁর। আইপিএলে একটি দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির আগেই গড়েছিলেন কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেল (২৬৩)। এর পরে রয়েছেন রোহিত শর্মা (২৬২), কায়রন পোলার্ড (২৫৮) এবং মহেন্দ্র সিংহ ধোনি (২৫৭)।

২) গেলের আর একটি নজির ভেঙে দিয়েছেন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে একটি মাঠে সর্বাধিক ছয় মারার নজির গড়েছেন তিনি। বেঙ্গালুরুতে কোহলি মেরেছেন ১৫৪টি ছয়। গেল এই বেঙ্গালুরুতেই মেরেছেন ১৫১টি ছয়। পাশাপাশি মিরপুরে গেলের ১৩৮টি ছয় রয়েছে। এ ছাড়া নটিংহ্যামে আলেক্স হেলসের ১৩৫টি ছয় এবং ওয়াংখেড়েতে রোহিত শর্মার ১২২টি ছয় রয়েছে।

৩) আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অর্ধশতরান হল কোহলির। চেন্নাইয়ের বিরুদ্ধে আগে ন’টি অর্ধশতরান ছিল শিখর ধাওয়ানের। শনিবার কোহলির ১০ নম্বর অর্ধশতরান হল। ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মারও ন’টি করে অর্ধশতরান রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে।

৪) আইপিএলের ইতিহাসে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করলেন কোহলি। চেন্নাইয়ের বিরুদ্ধে ১১৪৬ রান করেছেন। পিছনে ফেলে দিয়েছেন ডেভিড ওয়ার্নারকে (১১৩৪)। ওয়ার্নার পঞ্জাবের বিরুদ্ধে ১১৩৪ রান করেছেন। এ ছাড়া দিল্লি ও পঞ্জাবের বিরুদ্ধে কোহলির যথাক্রমে ১১৩০ এবং ১১০৪ রান রয়েছে। ওয়ার্নার কেকেআরের বিরুদ্ধে ১০৯৩ রান করেছেন। রোহিত শর্মা কেকেআরের বিরুদ্ধে ১০৮৩ রান করেছেন।

৫) আইপিএলে এই নিয়ে আট বার এক মরসুমে ৫০০-র বেশি রান হল কোহলির। তিনিই সবার আগে। টপকে গেলেন ওয়ার্নারকে (৭)। তৃতীয় কেএল রাহুল (৬)।

পাশাপাশি সাই সুদর্শনকে (৫০৪) টপকে কমলা টুপি এখন কোহলির (৫০৫) মাথায়।

Virat Kohli RCB David Warner Chris Gayle
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy