শাকিব আল হাসান। —ফাইল চিত্র।
দেশে পর্যাপ্ত নিরাপত্তা না পেলে কানপুরই শেষ টেস্ট বলে দিন দুয়েক আগে জানিয়েছিলেন শাকিব আল হাসান। তাঁর টেস্ট ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই কানপুরে ভারতের বিরুদ্ধে নিজের সেরাটা উজাড় করে দিতে চেয়েছিলেন। বোলার হিসাবে সাফল্য পেলেও ব্যাটার হিসাবে দলকে সাহায্য করতে পারেননি। দলও হেরেছে। তবু ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শেষে বিশেষ উপহার পেলেন শাকিব।
খেলা শেষ হওয়ার পর শাকিবকে উপহার দিলেন বিরাট কোহলি। খেলা শেষ হওয়ার কিছু ক্ষণ পর দেখা যায় সাজঘর থেকে একটি ব্যাট নিয়ে বেরিয়ে আসছেন কোহলি। প্রথমে বোঝা যায়নি খেলা শেষ হওয়ার পর ব্যাট নিয়ে কী করতে যাচ্ছেন কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখা যায় বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের কাছে যেতে। শাকিবের কাছে গিয়ে তাঁকে নিজের ব্যাটটি উপহার দেন কোহলি। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ভারতের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন শাকিব। স্মারক হিসাবে শাকিবকে নিজের ব্যাটটি দিয়েছেন কোহলি। জানিয়েছেন আগামী দিনের জন্য শুভেচ্ছা। কোহলির ব্যাট পেয়ে উচ্ছ্বসিত দেখিয়েছে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারকেও। তিনিও কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন অপ্রত্যাশিত উপহার পেয়ে। দু’জনকে আলাদা কিছু ক্ষণ কথা বলতে দেখা গিয়েছে। রসিকতাতেও মাতেন তাঁরা। ভারতের মাটিতে শেষ আন্তর্জাতিক সিরিজ়ে ক্রিকেটার হিসাবে তেমন সাফল্য না পেলেও বিশেষ উপহার নিয়ে ফিরছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy