আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ১০ নম্বরে রয়েছেন ভারতের বিরাট কোহলী। জো রুট, বাবর আজমরা তালিকায় প্রথম চারের মধ্যে রয়েছেন। তাঁদের থেকে অনেকটা পিছিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক।
আইসিসির সদ্য প্রকাশিত ক্রমতালিকায় কোহলীর পয়েন্ট ৭৪২। তালিকার শীর্ষে থাকা ইংল্যান্ডের রুটের পয়েন্ট ৮৯৭। দু’জনের পয়েন্টের পার্থক্য ১৫৫। গত ৫২৪ দিনে টেস্টে ১০টি শতরান করেছেন রুট। সেখানে কোহলীর ব্যাট থেকে একটিও শতরান আসেনি। তাই গত দেড় বছরে তাঁদের পয়েন্টের পার্থক্য ক্রমাগত বেড়েছে।