বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলতে নামার সময় আর অধিনায়ক না থাকলেও ব্যাট হাতে বড় ভূমিকা নিতে পারেন বিরাট কোহলী। সেই সঙ্গে চলতি সিরিজে দলের কোচ রাহুল দ্রাবিড় ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কোহলীর সামনে।
এই মূহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় ভারতীয়দের মধ্যে চার নম্বরে রয়েছেন কোহলী। তাঁর রান ১২৮৭। সামনেই রয়েছেন দ্রাবিড় (১৩০৯ রান) ও সৌরভ (১৩১৩ রান)। অর্থাৎ আর ২৭ রান করলেই এই দু’জনের রেকর্ড ভেঙে তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন কোহলী। তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর (২০০১ রান)। সেই রান করতে অবশ্য এখনও অনেক সময় লাগবে বিরাটের।