আইপিএলের ট্রফি জয়ের পর দলের সঙ্গে উচ্ছ্বাস করতে গিয়ে গত ৪ জুন প্রাণ হারিয়েছিলেন বেঙ্গালুরুর ১১ জন দর্শক। সেই ঘটনা নিয়ে বুধবার মুখ খুললেন বিরাট কোহলি। জানিয়েছেন, সমর্থকদের সঙ্গে যা হয়েছে তা প্রতি মুহূর্তে তাঁকে বেদনা দেয়। সকলকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
কোহলির মন্তব্য পোস্ট করা হয়েছে আরসিবি-র সমাজমাধ্যমে। সেখানে কোহলি বলেছেন, “৪ জুন যে ভাবে আমাদের হৃদয় ভেঙেছে তার জন্য কোনও প্রস্তুতিই যথেষ্ট নয়। আমাদের দলের ইতিহাসে সবচেয়ে খুশির মুহূর্ত যেটা হওয়ার কথা ছিল, সেটাই সবচেয়ে দুঃখের মুহূর্ত হয়ে গিয়েছে।”
কোহলি আরও বলেছেন, “যাঁদের আমরা হারিয়েছি তাঁদের কথা সব সময় মনে পড়ে। তাঁদের জন্য প্রার্থনা করি। পাশাপাশি যাঁরা আহত তাঁদের কথাও ভাবি। আপনাদের ক্ষতি এখন আমাদের কাহিনিরই একটা অংশ। যত্ন, সমীহ এবং দায়িত্ব নিয়ে আমরা একসঙ্গে আগামীর দিকে এগিয়ে যেতে চাই।”
আরও পড়ুন:
ওই ঘটনার পর তদন্তে উঠে এসেছিল যে, ভিড় সামলাতে না পারা এবং ছোট জায়গার মধ্যে বহু মানুষ চলে আসার কারণেই পদপিষ্টের ঘটনা ঘটেছে। পুলিশ স্বীকার করে নেয়, যে সংখ্যক মানুষ হাজির হয়েছিলেন তাঁদের সামলানোর জন্য পুলিশকর্মীর সংখ্যা অনেক কম ছিল। অনেকেই আরসিবি-র একটি ভিডিয়োকে দায়ী করেছিলেন, যেখানে কোহলি-সহ বাকি ক্রিকেটারেরা সমর্থকদের মাঠে আসার অনুরোধ জানিয়েছিলেন।
কিছু দিন আগে আরসিবি জানায়, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য ছ’দফা কর্মসূচিও নেওয়া হয়েছে।