প্রথম বার প্রকাশ্যে দেখা গেল বিরাট কোহলীর মেয়ে ভামিকাকে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কোহলী অর্ধশতরান পূরণ করার পরেই তাকে দেখা যায়। গ্যালারিতে কোহলীর স্ত্রী অনুষ্কা শর্মার কোলে ছিল মেয়ে।
ভারতের ইনিংসের ২৫তম ওভারের পঞ্চম বলে অ্যান্ডিল ফেলুকায়োকে ড্রাইভ করে ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কোহলী। এর পরেই গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করতে থাকেন। ক্যামেরা তখন ধরে গ্যালারিতে বসে থাকা অনুষ্কাকে। তাঁর কোলেই ছিল ভামিকা। মেয়েকে চুমু খেয়ে কোহলীর দিকে আঙুল দেখিয়ে তিনি বলতে থাকেন, “দেখো পাপা, পাপা।”