অস্ট্রেলিয়া মাটিতে এ বারের অ্যাশেজ়। প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা মনে করেন, ইংল্যান্ডকে ৫-০ উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাকগ্রার এই ভবিষ্যদ্বাণীতে ক্ষুব্ধ প্রাক্তন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড।
প্রাক্তন অস্ট্রেলীয় পেসার ম্যাকগ্রা মনে করেন, প্যাট কামিন্সদের বিরুদ্ধে জেতা একেবারেই সহজ হবে না ইংল্যান্ডের। সদ্য দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে সিরিজ় ২-২ ড্র করেছে ইংল্যান্ড। যা দেখে ম্যাকগ্রার ভবিষ্যদ্বাণী, ‘‘অস্ট্রেলিয়া ৫-০ জিতবে।’’ যোগ করেন, ‘‘দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজ়লউড, নেথান লায়ন ঘরের মাঠে সেরা ছন্দে থাকবে। ওদের বিরুদ্ধে ইংল্যান্ডের জেতার সম্ভাবনা খুবই কম। তার উপরে ইংল্যান্ডের রেকর্ড তো খুব একটা ভাল না। দেখতে ইচ্ছে করছে কী ভাবে অস্ট্রেলিয়াকে ওরা হারায়।’’
প্রাক্তন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড এই ভবিষ্যদ্বাণী মেনে নিতে পারছেন না। তিনি বলেছেন, ‘‘আমরা তো অস্ট্রেলিয়ায় এখনও পা-ই রাখতে পারলাম না। আগে আমাদেরনামতে দাও?’’ ২০১৫ সাল থেকে অ্যাশেজ় জেতেনি ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে সম্প্রতি ০-৫, ০-৪ হেরেছেন জো রুটরা। শেষ বার অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ়ে ০-৪ হেরেছিল ইংল্যান্ড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)