সিরিজ ১-১ অবস্থায় কেপটাউনে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত জিতলে তৈরি হবে ইতিহাস। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ভারতীয় দল হিসেবে সিরিজ জিতবেন বিরাট কোহলীরা। মাঠে নামার আগে ভারতীয় দল নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তাঁর ভয়ের কারণ ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলী। তিনি দলে ফিরে এসেছেন। সেটা ভারতকে অনেক বেশি শক্তিশালী করবে বলে মনে করছেন তিনি।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এলগার বলেন, ‘‘বিরাট দলে নতুন উদ্দীপনা নিয়ে আসে। মাঠে থাকলে সবসময় দলকে তাতিয়ে রাখে। অধিনায়ক হিসেবে ওর সিদ্ধান্ত তফাত গড়ে দেয়। তাই কোহলী ফিরে আসা মানে আমাদের সমস্যা বাড়বে।’’