Advertisement
১১ মে ২০২৪
Rohit Sharma

India Cricket: জাতীয় দলে রহাণে, পুজারার ভবিষ্যৎ কী? ইঙ্গিত দিলেন রোহিত

অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে খেলতে নামার আগে অবশ্য বিশেষ চাপে নেই রোহিত। তার কারণ দলের উপর ভরসা আছে তাঁর। রোহিত বলেন, ‘‘আমি শুধু জয়ের কথা ভাবছি। দল হিসেবে আমরা খুব ভাল জায়গায় আছি। তার কৃতিত্ব বিরাটের প্রাপ্য। ও দলটা তৈরি করে দিয়ে গিয়েছে। সেটাকেই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’’

রহাণে, পুজারা নিয়ে মুখ খুললেন রোহিত

রহাণে, পুজারা নিয়ে মুখ খুললেন রোহিত ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ১৫:২৬
Share: Save:

ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথম বার মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে ভারতের প্রথম টেস্ট আরও দু’টি কারণে উল্লেখযোগ্য। এক, বিরাট কোহলীর শততম টেস্ট। দুই, ভারতের মিডল অর্ডারের দুই অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রহাণে ও চেতেশ্বর পুজারাকে ছাড়াই খেলতে নামবে দল। প্রশ্ন উঠছে, তবে কি এ বার টেস্ট দলে আর জায়গা হবে না রহাণে, পুজারার? তাঁদের কেরিয়ার কি শেষের পথে? এই প্রশ্নের জবাব দিলেন রোহিত।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারতের দুই অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে রোহিত বলেন, ‘‘ভবিষ্যতেও যে রহাণে, পুজারা দলের বাইরে থাকবে তা কেউ বলেনি। ওরা আমাদের পরিকল্পনায় রয়েছে। নির্বাচকরাও বলেছে শুধু মাত্র এই সিরিজে ওদের দলে নেওয়া হয়নি। তাই পরেও ওদের নেওয়া হবে না এমন কথা কোথাও লেখা নেই।’’

ভারতের ব্যাটিং অর্ডারে রহাণে, পুজারার অভাব ভরাট করা সহজ হবে না বলেই মনে করেন রোহিত। তিনি বলেন, ‘‘ওদের বদলে যারাই দলে আসুক তাদের জন্য কাজটা সহজ হবে না। কে দলে আসবে সেটা আমি জানি না। কিন্তু দলের জন্য রহাণে ও পুজারা যা করেছে সেটা মোটেও সহজ নয়। এত বছর ধরে ৮০-৯০টা টেস্ট খেলে দলকে এত ম্যাচ জেতানো মুখের কথা নয়। ভারতকে ১ নম্বর টেস্ট দল করার পিছনে ওদের বড় অবদান রয়েছে।’’

অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে খেলতে নামার আগে অবশ্য বিশেষ চাপে নেই রোহিত। তার কারণ দলের উপর ভরসা আছে তাঁর। রোহিত বলেন, ‘‘আমি শুধু জয়ের কথা ভাবছি। দল হিসেবে আমরা খুব ভাল জায়গায় আছি। তার কৃতিত্ব বিরাটের প্রাপ্য। ও দলটা তৈরি করে দিয়ে গিয়েছে। সেটাকেই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE